কলকাতা টিভি ওয়েব ডেস্ক : অরুণাচলে ২০০ জন চিনা সেনাকে রুখল ভারতীয় সেনা। এই বিষয়ে বিদেশমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, দীর্ঘক্ষণ মুখোমুখি থাকার পরও কোনও সংঘর্ষে জড়ায়নি, বরং প্রোটোকল অনুযায়ী দুই তরফের কমান্ডারদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘটনাটি ঘটেছে এক সপ্তাহ আগে চীনের সীমান্তের কাছে রুটিন টহল চলাকালীন। ভারতীয় সেনার কোনও ক্ষয়-ক্ষতি হয়নি। বর্তমানে স্বাভাবিক রয়েছে সেখানকার পরিস্থিতি। যদিও ভারতীয় সেনাদের কড়া পাহারা রয়েছে।
প্রায় ১৯ মাস ধরে লাদাখ নিয়ে চিনের সঙ্গে বিবাদ রয়েছে ভারতের। মাঝে মাঝেই দুই দেশের সেনার মধ্যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এছাড়াও গত ৩০ অগস্ট চিনা সেনা উত্তরাখণ্ডেও সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিল। কিছু পরে অনু্প্রবেশকারী চিনা সেনা ভারত ছেড়ে চলে যায়। এরপর থেকেই সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। এই পরিস্থিতিতে অরুণাচলে দুই সেনার মুখোমুখি হওয়ার ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত।
আরও পড়ুন – লখিমপুরের ঘটনার নিন্দা করার জন্যই আয়করের হানা, কেন্দ্রকে তোপ শরদের
লাদাখের আগের ঘটনার পর চিনা বাহিনী ভারতীয় সেনার সঙ্গে নতুন করে সংঘর্ষে জড়ায়নি। গত সপ্তাহের ঘটনায় দুই দেশের সেনাবাহিনীর কম্যান্ডারদের হস্তক্ষেপে আলোচনার মাধ্যমে সমাধান সমাধান করা হয়। বেশ কয়েক ঘণ্টা ধরে ধাপে ধাপে প্রোটোকল মেনেই সেনা প্রত্যাহার করা হয়।
এই প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘চিনের এহেন পদক্ষেপের ফলে ওই এলাকায় শান্তি বিঘ্নিত হচ্ছে। আমাদের আশা যে চিন পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সমস্যাগুলির দ্রুত সমাধানের জন্য দ্বিপাক্ষিক চুক্তি ও প্রটোকলগুলি মেনে কাজ করবে।’