কলকাতা টিভি ওয়েব ডেস্ক: বিজেপি বিরোধী অনলাইন গ্রুপের ওপর খাপ বসাল ফেসবুক কর্তৃপক্ষ। ‘নো ভোট টু বিজেপি গ্রুপ’কে উড়িয়ে দিল ফেসবুক। পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচনের ফলাফলে একটা বড়ো ভূমিকা নিয়েছিল অনলাইন এই গ্রুপ। কমিউনিটি ভায়োলেন্সের অভিযোগে বৃহস্পতিবার মধ্যরাতে এই গ্রুপ বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ফেসবুকের তরফে।
২০২১ বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপিকে হারিয়ে বিপুল সংখ্যক মানুষের জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। এরপর থেকেই সারা দেশে বিজেপি বিরোধী হাওয়া আরও জোরদার হয়েছে। ২০২৪ এর লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে একজোট হচ্ছে বিরোধীরা। এই হাওয়া ওঠার মূল কারিগর ‘নো ভোট টু বিজেপি গ্রুপ’, মত বিশেষজ্ঞদের।
‘নো ভোট টু বিজেপি’র মিছিল
পশ্চিমবঙ্গে ভোটের আগে এই গ্রুপ শুধু ভার্চুয়ালি নয়, বিজেপির বিরোধিতায় পথে নেমেছিল কলকাতার রাস্তায়। ফেসবুকের গ্রুপটির সদস্য সংখ্যা ছিল প্রায় ৩৩ হাজারেরও বেশি। ভোটের আগে দেখা যেত, প্ল্যাকার্ড হাতে ‘বিজেপি সরকার, চাই না দরকার’ কিংবা ‘প্রয়োজন নেই ডবল ইঞ্জিন সরকার’ এই স্লোগানে দিতে যুবসমাজকে। কোনও নির্দিষ্ট রাজনৈতিক দল নয়, বিজেপি বিরোধী সকলে একজোট হয়েছিল এই ভার্চুয়াল গ্রুপে।
প্রতিবাদে পথে নেমেছে বাংলার যুবসমাজ
কলকাতা টিভি ওয়েব ডেস্কের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল, গ্রুপের অ্যাডমিন কুশল দেবনাথের সঙ্গে। তিনি জানিয়েছেন, এটি মোদি সরকারের স্বৈরাচারী পদক্ষেপ। মোদি সরকারকে মদত দিচ্ছে ফেসবুক।’ এইভাবে হঠাৎ করে গ্রুপ বন্ধ করে দেওয়ার জন্য কয়েকজন সদস্য মিলে দিল্লিতে ফেসবুক অফিসে সোমবার ডেপুটেশন জমা দিতে যাচ্ছেন তাঁরা। বাংলা সংস্কৃতি মঞ্চের সভাপতি সামিরুল ইসলাম বলেছেন, ‘নো ভোট টু বিজেপি ক্যাম্প করে আমরা বাংলায় সাম্প্রদায়িক শক্তিকে রুখে দিতে পেরেছি, তাই এইভাবে পরিকল্পনা করছে বিজেপি।’ ওই দলের আরও এক আহ্বায়ক কস্তুরী বসু জানিয়েছেন, ফেসবুক কারণ দেখিয়েছে, পোস্ট ভায়োলেন্সের। কিন্তু কোন পোস্ট তার উল্লেখ তো করেইনি উপরন্তু কোনও নোটিফিকেশন ছাড়াই গ্রুপ বন্ধ করে দেওয়া হয়েছে।’
কুশল দেবনাথ, সামিরুল ইসলাম সকলেই রয়েছেন প্রতিবাদ মিছিলে
আরও পড়ুন: সন্ত্রাসের মাধ্যমে গঠিত সাম্রাজ্য বেশিদিন টিকতে পারে না: মোদি