নিউ ইয়র্ক: বিশ্বের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া (Social Media) ফেসবুকের কর্ণধার তথা মুখ্য কার্যনির্বাহী আধিকারিক (Facebook Owner and Chief Executive Officer – CEO) মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg) নতুন হবি (Hobby) আয়ত্ত করেছেন। কী সেই হবি? জুকারবার্গের নতুন হবি বেশ সৃজনশীল অর্থাৎ ক্রিয়েটিভ (Creative)। প্রযুক্তি দুনিয়ার অন্যতম নাম এবং ধনকুবের জুকারবার্গ মেয়ের জন্য পোশাক (Dress) বানানো শিখছেন। তিনি সেলাই ও ডিজাইনিং (Sewing and Designing) শিখছেন, পাশাপাশি গতমাস থেকে ৩ডি প্রিন্টিং ড্রেস (3D Printing) তৈরি করাও কাজেও হাতে লাগিয়েছেন। রবিবার (স্থানীয় সময় অনুসারে ৩০ এপ্রিল) তিনি তাঁর মেয়ের একাধিক ছবি পোস্ট (Post) করেছেন। ফটো শেয়ারিং সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে (Photo Sharing Social Media Instagram) জুকারবার্গ যে সমস্ত ছবি শেয়ার করেছেন, সেখানে তাঁর মেয়ে বিভিন্ন ডিজাইন ও রঙয়ের জামা পর রয়েছে। ৩ডি প্রিন্টেড ওই তিনটি জামা জুকারবার্গ নিজেই ডিজাইন করেছেন।
আরও পড়ুন: Aryan Khan | Stardom | Web Series | আরিয়ানের স্টারডম
ইনস্টাগ্রাম পোস্টে জুকারবার্গ লিখছেন, “আমি জিনিস গড়তে ভালোবাসি এবং সম্প্রতি আমি মেয়েদের সঙ্গে ডিজাইনিং এবং ৩ডি প্রিন্টিং ড্রেস তৈরি করা শুরু করেছি। গত মাসের কিছু প্রোজেক্ট (আর হ্যাঁ, আমাকে কিন্তু সেলাইয়ের কাজ শিখতে হয়েছে)।”
View this post on Instagram
৩ডি প্রিন্টিং হলো এমন একটি প্রক্রিয়া (Process), যাকে কম্পিউটার-এইডেড ডিজাইন (Computer-Aided Design – CAD) বলা হয়। এটি একটি সফটওয়্যার (Software), যার সাহায্যে কম্পিউটারে এক একটি করে লেয়ার (Layer) বসিয়ে ডিজাইন তৈরি করা হয়।
জুকারবার্গের সৃজনশীল সৃষ্টির ছবি ইনস্টাগ্রামে পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই দেদার ভাইরাল (Viral) হয়েছে, লোকজন তারিফও করছেন। অনেকে আবার জানতে চেয়েছেন, মার্ক কোন ধরনের প্রিন্টার (Printer) ব্যবহার করছেন, এই ধরনের পোশাক তৈরির জন্য। কেউ কেউ আবার মন্তব্য করেছেন, যাঁরা তাঁর সঙ্গে সময় কাটাচ্ছেন এই জিডাইনিং ক্লাসের প্রোজেক্টে, তাঁরা ভবিষ্যতে আজীবন এই মুহূর্তের কথা মনে রাখবেন।
তবে মার্কের এই শখ নতুন নয়। গত বছর থেকেই তিনি ৩ডি প্রিন্টিং শেখা শুরু করেছেন। ইনস্টাগ্রামে গত বছর তিনি ছবিও শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে।
View this post on Instagram
মেটা সিইও (Meta CEO) ২০১২ সালের ১৯ মে বিয়ে করেছেন প্রিশিলা চ্যানকে (Priscilla Chan)। গত ২৪ মার্চ তাঁদের তৃতীয় কন্যা সন্তানের জন্ম হয়েছে। তার নাম রাখা হয়েছে অরেলিয়া (Aurelia)। জুকারবার্গ দম্পতির বাকি মেজ মেয়ে অগাস্টের (August) বয়স পাঁচ বছর এবং বড়ো মেয়ে ম্যাক্সিমার (Maxima) বয়স সাত বছর।