কাবুল: শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল বিমানবন্দর৷ একথা জানিয়ে টুইট করেছেন পেন্টাগনের সংবাদ সচিব জন কিরবাই৷ তিনি জানান, হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি৷ কিন্তু আফগানিস্তানের একটি সংবাদসংস্থা থেকে যে খবর পাওয়া যাচ্ছে তাতে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে৷ এক প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে ওই সংবাদসংস্থা জানিয়েছে, অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে৷ মৃতদের মধ্যে আফগান নাগরিক নন এমন ব্যক্তিও রয়েছে৷
We can confirm an explosion outside Kabul airport. Casualties are unclear at this time. We will provide additional details when we can.
— Maj. Gen. Patrick Ryder (@PressSecRyder) August 26, 2021