স্বপ্ন (Dream) দেখা শুধু মানুষের অভ্যাস নয়, প্রাণীরাও ঘুমের (Sleep) মধ্যে কল্পনার জগতে চলে যায়। শুধু তাই নয়, স্বপ্ন দেখার সময় আমাদের বন্ধ চোখে নানাবিধ কার্যকলাপও হতে থাকে। আমাদের অগোচরেই। স্বপ্ন দেখা খারাপ কিছু নয়। একথা সত্যি জীবনে যাঁরা স্বপ্ন দেখেন তাঁরাই একদিন সেই স্বপ্ন সফল করে তুলতে পারেন। প্রতিটি ব্যক্তি তাঁর জীবনের সেই স্বপ্নকে সত্যি করে তুলতে কঠোর পরিশ্রম করেন। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন আমরা কেন স্বপ্ন দেখি? ঘুমের মধ্যে আমরা কেন কল্পনার জগতে ডুব দিই?
এর কারণ না জানা থাকলে আজ জেনে নিন। আশ্চর্য এক মনস্তাত্ত্বিক কারণ যার কারণে আমরা স্বপ্ন দেখি। আসলে, বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে প্রাণীর মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য স্বপ্নের গুরুত্ব গুরুত্বপূর্ণ। মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে, স্বপ্ন আমাদের মনের উৎস এবং মনোভাবকেই প্রতিফলিত করে।
আরও পড়ুন: Biyer Phool | New Serial | ব্রহ্মচারী পরিবারে বিয়ে! আসছে নতুন সিরিয়াল ‘বিয়ের ফুল’
বিশেষজ্ঞদের মতে আমাদের স্বপ্নগুলি আমরা যা ভাবি বা আমাদের দৈনন্দিন রুটিনের অংশ যাই হোক না কেন তার দ্বারা প্রভাবিত হয়। সুতরাং, আমরা যদি ক্রমাগত শান্ত এবং ইতিবাচক চিন্তা ভাবনায় থাকি, তবে আমাদের স্বপ্নগুলিও ইতিবাচক ও মনের জন্য ভাল হবে। স্বপ্নের মাধ্যমে আমরা আমাদের অন্তর্নিহিত দুঃখ ও উদ্বেগের মুখোমুখি হতে পারি।
এমনকি জ্যোতিষশাস্ত্রেও স্বপ্নের গুরুত্ব বেশ। কেউ কেউ বিশ্বাস করে ভবিষ্যতের ঘটনাগুলি স্বপ্নের মাধ্যমে ভবিষ্যদ্বাণী করাও যায়। স্বপ্ন দেখার প্রধান কারণ জীবের চিন্তাভাবনা। কেউ যেমন ভাবে, তেমনই স্বপ্ন দেখে। কখনও কখনও স্বপ্ন প্রত্যাশার বিপরীতেও হতে পারে। স্বপ্ন মূলত মনের একটি বিশেষ অবস্থা, যেখানে বাস্তব অনুভূত হয়। স্বপ্ন জাগ্রত অবস্থায়ও আসে না ঘুমন্ত অবস্থায়ও আসে না, দুইয়ের মাঝেই আসে।