কলকাতা: জিয়োর সঙ্গে পাল্লা দিতে ডেটা যুদ্ধে নেমে পড়েছে এয়ারটেল (Airtel)৷ গ্রাহকদের কাছে হাই স্পিড ইন্টারনেট পৌঁছে দিতে কলকাতায় তৈরি হচ্ছে টেলিকম সংস্থার সুবিশাল ডেটা সেন্টার৷ নতুন প্রজেক্ট নিয়ে আনন্দ-উত্তেজনা ধরে রাখতে পারছেন না সংস্থার সিইও অজয় চিতকারা (Ajay Chitkara)৷ তাঁর উত্তেজনা ধরা পড়েছে ফেসবুক পোস্টেও৷ দীর্ঘ পোস্টের নীচে অজয় লিখেছেন, ‘খেলা হবে৷’
আরও পড়ুন: আসাদুদ্দিন ওয়াইসিকে ‘ভাইরাস’ বলে কটাক্ষ বিজেপি নেতার
এয়ারটেল সিইও-র পোস্টের ওই অংশটুকু নজর কেড়েছে সবার৷ কারণটা বাঙালির ভালোই জানা৷ সদ্য শেষ হওয়া বিধানসভা ভোটে বঙ্গ রাজনীতির ময়দান কাঁপিয়ে দিয়েছিল ওই ছোট্ট স্লোগান৷ নীলবাড়ির দখলের লড়াইয়ে ‘খেলা হবে’ (Khela Hobe) স্লোগানকে হাতিয়ার করে প্রচারে ব্যাপক সাড়া ফেলেছিল তৃণমূল৷ দলের কর্মী-সমর্থক থেকে শুরু করে আম জনতা, সবার মুখে শোনা যেত ‘খেলা হবে৷’ তৃণমূলের সৌজন্যে রাজ্যের গণ্ডি পেরিয়ে এখন জাতীয় রাজনীতিতে ক্রমশ প্রাসঙ্গিক হয়ে উঠছে এই স্লোগান৷ অসম, ত্রিপুরা থেকে উত্তরপ্রদেশের অলিতে-গলিতেও শোনা যাচ্ছে ‘খেলা হবে৷’
আরও পড়ুন: ছেলের জন্ম শংসাপত্র নিতে পুরসভায় যশ-নুসরত
এবার ডেটা যুদ্ধের ময়দানেও ‘খেলা হবে’৷ এয়ারটেলের সিইও ফেসবুক পোস্টে লিখেছেন, সিলিকন ভ্যালি কলকাতায় তৈরি হচ্ছে ৩০ মেগা ওয়াট পাওয়ারের হাইপারস্কেল ডেটা সেন্টার৷ এই ডেটা সেন্টার শুধু গ্লোবাল এবং ডোমেস্টিক ক্ষেত্রে নয়, সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির পরিকাঠামো উন্নয়নে বড় ভূমিকা নেবে৷ গ্রাহকদের কাছে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতে ফাইবার ইন্টারনেট পরিকাঠামোর কাজ চলছে৷ ছোট্ট করে বললে, খেলা হবে৷