নয়াদিল্লি: তিন রাজ্যে জিতে এখন চাঙ্গা হয়ে রয়েছে বিজেপি (BJP)। চলতি শীত অধিবেশনে সংসদেও (Parliament Winter Session) তাদের সেই জোশ দেখা যাচ্ছে। তুলনামূলকভাবে বিরোধী ইন্ডিয়া জোট (INDIA Bloc) এবং কংগ্রেস (Congress) খানিকটা ব্যাকফুটেই রয়েছে। এই পরিস্থিতিতে আগামিকাল, শুক্রবার ‘টাকার বদলে প্রশ্ন’ (Cash for Query) কাণ্ডে তৃণমূলের লোকসভা সদস্য (TMC MP) মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে এথিক্স কমিটির (Ethics Commitee) রিপোর্ট সংসদে পেশ করা হতে পারে। সোমবার থেকে শুরু হওয়া মহুয়া মৈত্রের বিরুদ্ধে বহিষ্কারের সুপারিশপত্র এর আগেই পেশ করার কথা ছিল। কিন্ত, তা করেনি সরকারপক্ষ। ফলে শেষপর্যন্ত কী হবে তা কালই বোঝা যাবে।
তৃণমূলসহ বিরোধীরা রিপোর্টের উপর ভোটাভুটির দাবি তুলতে পারে বলে অনুমান অনেকের। সে কারণে বিজেপি আগামিকাল সকল সদস্যকে হাজির থাকার হুইপ জারি করেছে। প্রসঙ্গত, গত ৯ নভেম্বর কমিটির চেয়ারম্যান বিজেপি সদস্য বিনোদ সোনকার তৃণমূল সাংসদের বহিষ্কারের বিষয়ে সুপারিশ গ্রহণ করেন। রিপোর্ট পেশ করা হলে এনিয়ে সভায় আলোচনার দাবি তুলেছে বিরোধীরা। তৃণমূলের সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, স্পিকার ওম বিড়লার কাছে মহুয়াকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার আর্জি জানিয়েছেন।
মহুয়ার কার্যকলাপকে অত্যন্ত আপত্তিজনক, অনৈতিক, অপরাধমূলক বলে খসড়া রিপোর্টে বলা হয়েছে। সে হিসেবে মহুয়ার এমপি পদ খারিজ হওয়া খুব একটা অস্বাভাবিক নয়।
৫০০ পাতার রিপোর্টে কমিটি মহুয়ার বিরুদ্ধে কড়া শাস্তির সুপারিশ করেছে। এমনকী এর জন্য মহুয়ার বিরুদ্ধে আইনি পদক্ষেপেরও দাবি জানিয়েছে কমিটি। মহুয়া এবং তাঁর ব্যবসায়ী বন্ধু দর্শন হিরানন্দানির মধ্যে আর্থিক লেনদেন নিয়ে সরকারকে বিস্তারিত তদন্তের সুপারিশও করেছে কমিটি। তৃণমূল নেত্রী গোপন ইউজার আইডি অননুমোদিত ব্যক্তিকে দিয়েছিলেন, নগদ টাকা ও অন্যান্য সুবিধা নিয়েছিলেন ব্যবসায়ী হিরাননন্দানির কাছ থেকে। যা গুরুতর বিধি বহির্ভূত কাজ বলে মনে করে কমিটি এবং এর জন্য কঠিন শাস্তি পাওয়া উচিত সাংসদের।
রিপোর্টে বলা হয়েছে, কোনও কিছুর বিনিময়ে কিছু লেনদেনের মতো মহুয়া এবং হিরানন্দানির মধ্যে আর্থিক লেনদেন হয়েছে। যা নিয়ে সরকারকে তদন্ত করার সুপারিশ করেছে এথিক্স কমিটি। সূত্রে জানা গিয়েছে, কমিটির সদস্য বহুজন সমাজ পার্টির এমপি দানিশ আলির ব্যবহার নিয়েও কড়া মনোভাব নিয়েছে নিয়েছে। দানিশের বিরুদ্ধে অভিযোগ, তিনি মহুয়াকে করা প্রশ্ন বিকৃত করে প্রচার করেছেন। দানিশ জনতার ভাবাবেগকে প্ররোচনা দিয়েছেন বলে কমিটি অসন্তুষ্টি প্রকাশ করেছে।