কলকাতা টিভি ওয়েব ডেস্ক: পাহাড়ঘেরা মিজোরামের ছোট্ট একরত্তি মেয়ে। নাম তার এস্টার নামতে। সেনা পোশাকে জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ গেয়ে গোটা দেশকে দুলিয়ে দিয়েছিল এস্টার। তখন তার বয়স মাত্র ৫। স্বাধীনতার ৭৫-তম বর্ষে খুদে এস্টারের গলায় জাতীয় সঙ্গীতের সেই ভিডিয়ো সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গিয়েছিল নেট দুনিয়ায়। এ বছরও যখন দেশের স্বাধীনতার বয়স ৭৫ বছর পেরিয়ে গেল, তখনও মিজোরামের অখ্যাতনামা গ্রামের সেই খুদে এস্টারের ভিডিয়ো ফের একবার ভাইরাল। সকাল থেকে নেটিজেনদের স্মৃতি উসকে দিয়ে মোবাইলে ঘুরে বেড়াচ্ছে পতপত করে উড়তে থাকা জাতীয় পতাকার সামনে দৃঢ়চেতা ভঙ্গিতে স্যালুটের পোজে দাঁড়িয়ে তার সেই গান।
जन गण मंगलदायक जय हे
भारत भाग्य विधाता।
जय हे, जय हे, जय हे
जय जय जय जय हे॥एस्तेर हनमते का एक और सनसनीखेज प्रदर्शन !#EstherHnamte #IndiaAt75 #NationalAnthem #राष्ट्रगान @adgpi @PMOIndia @HMOIndia
??????????????????https://t.co/zBoaQpXms9 pic.twitter.com/3orqoFpnER— Zoramthanga (@ZoramthangaCM) August 15, 2021
গতবছর সেনাবাহিনীর প্রকাশিত এই ভিডিয়ো সামাজিক দেওয়ালে পড়তেই চমকে ওঠে গোটা দেশ। অভিনন্দনের বন্যায় ভেসে যায় মিজো মেয়েটি। এমনকী রাজ্যের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গারও নজরে আসে। তিনিও আশীর্বাদ ও অভিনন্দন সহকারে শেয়ার করেন ভিডিয়োটি। এছাড়াও কয়েক লক্ষ মানুষ দেখেন, লাইক করেন ও শেয়ার করেন। মিজোরামের লুঙ্গলেই গ্রামে তোলা হয়েছিল ভিডিয়োটি। ওই গ্রামেরই বাসিন্দা এস্টার। অসম রাইফেলসের আয়োজিত ওই ভিডিয়োতে দেখা গিয়েছিল এস্টার সেনা পোশাক পরে বাহিনীর ব্যান্ডের সঙ্গে গেয়ে চলেছে জাতীয় সঙ্গীত। ২০২১ সালের ১৩ অগাস্ট প্রায় ২ মিনিটের এই ভিডিয়োটি আপলোড করা হয়।
এমনকী ২০২০ সালে তার গলায় বন্দে মাতরম শুনে অভিভূত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। গতবছরের হিসেবেই দেখা গিয়েছে, তার ইউটিউব সাবস্ক্রাইবারের সংখ্যা ৫ লক্ষাধিক। এবছরও তার ব্যতিক্রম ঘটল না। স্বাধীনতার অমৃত মহোৎসবে অমৃতকণ্ঠী মেয়েটির গানের জাদুতে ফের একবার মোহিত হল দেশের মানুষ।
আরও পড়ুন: PM Narendra Modi: ভাই-ভাতিজাবাদ, পরিবারবাদের শিকড় উপড়ে ফেলতে হবে, লালকেল্লায় মোদি