লন্ডন: নিউজিল্যান্ডের পর ইংল্যান্ডও| আগামী অক্টোবরে পাকিস্তান সফর বাতিল করল ইসিবি| ক্রিকেটারদের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের| পুরুষ এবং মহিলা দু দলেরই সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে তারা|
কয়েকদিন আগেই পাকিস্তানের মাটিতে পৌঁছেও, শেষপর্যন্ত মাঠে নামেনি নিউজিল্যান্ড| ম্যাচের দিন সকালে নিউজিল্যান্ড গোয়েন্দা আধিকারিকদের দেওয়া হামলার হুমকির আভাস পাওয়ার পরই পাকিস্তানের বিরুদ্ধে গোটা সিরিজ বাতিল করে দেয় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড|
সফর বাতিল করে সেদিনই পাকিস্তানও ছাড়ে কিউইরা| এরপর থেকেই শুরু হয়ে গিয়েছিল ইংল্যান্ডের পাক সফর ঘিরে জল্পনা| ইংল্যান্ডও যে পাকিস্তানের মাটিতে সফর করবে না তাও বেশ বোঝাও যাচ্ছিল| যদিও সরকারীভাবে কোনওকিছু তখনও তারা জানায়নি|
ইসিবির তরফে বলা হয়েছিল ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে পাক সফর নিয়ে তারাও সিদ্ধান্ত নেবে| সোমবারই চুড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল ইসিবি| বিশ্বকাপের আগে পাকিস্তান সফর তারা করবে না|
"We can confirm that the Board has reluctantly decided to withdraw both teams from the October trip."
?? #PAKvENG ???????
— England Cricket (@englandcricket) September 20, 2021
যদিও নিরাপত্তা নিয়ে অবশ্য তারা কিছুই বলেনি| করোনা পরিস্থিতিতে ক্রিকেটারদের সবসময়ই কঠিন কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে| এতে মানসিক প্রভাব পড়ছে| সেজন্যই নাকি সফর বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে| বিবৃতিতে যদিও করোনার কথা বলা হলেও, আদতে যে সফর বাতিলের নেপথ্যে নিরাপত্তাই রয়েছে, ত বেশ স্পষ্ট|আর ইংল্যান্ডের এই সিদ্ধান্তে স্বভাবতই হতাশ পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা|
Disappointed with England, pulling out of their commitment & failing a member of their Cricket fraternity when it needed it most. Survive we will inshallah. A wake up call for Pak team to become the best team in the world for teams to line up to play them without making excuses.
— Ramiz Raja (@iramizraja) September 20, 2021
টি টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের মাটিতে দুটো টি টোয়েন্টি খেলার কথা ছিল ইংল্যান্ডের| একইসঙ্গে মহিলাদের দলেরও যাওয়ার কথা ছিল| কিন্তু আপাতত তা হচ্ছে না| যদিও ২০২২ সালে সিরিজ হতে পারে বলেও জানিয়েছে ইসিবি|