হাওড়া: হাওড়ার (Howrah) সাঁকরাইলে (Sankrail) মানিকপুর ও সারেঙ্গার ১৫টা বুথে ফের নির্বাচন হবে। বৃহস্পতিবার জানাল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। এখানেই তৃণমূল বিধায়ক প্রিয়া পালের (Priya Paul) বিরুদ্ধে ব্যালট ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল। সব বুথেই জয়ী হয় তৃণমূল। মোট ১৫ টি বুথে কাউন্টিং বাতিল। ভোট বাতিল করল বিডিও। হাওড়া সাঁকরাইলের বিডিও এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা (Rajib Sinha) বলেন, আমরা নিয়ম অনুয়ায়ী পরে এই বিষয়ে ঘোষণা করব। এটি পুনর্নির্বাচন নয়। নতুন করে নির্বাচন হবে। জানা গিয়েছে, এখানে ব্যালট ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সব সিসিটিভি ফুটেজ ও রিপোর্ট নেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোট লুট হয়েছে। বিধায়ক যেভাবে দাঁড়িয়ে থেকে ব্যালট ছিনতাই করেছে তার ভিত্তিতেই সিদ্ধান্ত নিয়েছে। তবে এই নিয়ে জেলা তৃণমূল কোনও বক্তব্য পেশ করেনি। প্রিয়া পাল এই বিষয়ে মুখ খুলতে চায়নি।
শুধু সাঁকরাইলে নয় বিরোধীদের অভিযোগ, রাজ্যের বিভিন্ন জায়গায় এধরনের ঘটনা ঘটেছে। এদিকে জানা গিয়েছে, সিঙ্গুরে একটি বুথ ও হাবরার চারটি বুথে নতুন করে নির্বাচন হবে। হাবরার চারটি বুথে ব্যালট পেপার খোয়া গিয়েছিল। উত্তর ২৪ পরগনা জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করেছি নির্বাচন কমিশন। সেই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, রাজ্য নির্বাচন কমিশনের কাছে বিভিন্ন অভিযোগ জমা পড়েছিল। কোথাও ব্যালট পেপার ছিনতাই, কোথাও ছাপ্পা ভোটের অভিযোগ জমা পড়ে।
আরও পড়ুন: Panchayat Election | দেগঙ্গায় আইএসএফ প্রার্থীর দোকান ভাঙচুর, চলল বোমাবজিও
রাজ্যে পঞ্চায়েত নির্বাচন শেষ তবুও হিংসা থামেনি। বুধবার বিকেলে নির্বাচনের আদর্শ আচরণবিধি তুলে নেয় নির্বাচন কমিশন। এরপরই এক নির্দেশিকা জারি করে রাজ্য নির্বাচন কমিশন জানিয়ে দিল তিনটি জেলার ২০ টি বুথের ভোটকে বাতিল করা হয়েছে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনার সংশ্লিষ্ট এই বুথ গুলিতে ফের নির্বাচন হবে যখন আবার উপনির্বাচন ঘোষনা হবে। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে ঘোষণা করেছিলেন, যেখানে গণনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল সেখানে কড়া পদক্ষেপ করতে হবে। এরপরই গতকাল রাতেই সংশ্লিস্ট জেলা প্রশাসন ও রাজনৈতিক দলগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে এই নির্দেশ। ফলে এখনি হচ্ছে না আর নির্বাচন। পঞ্চায়েত আইনের ৬৮ নম্বর ধারা অনুযায়ী সংশ্লিষ্ট জেলার এই বুথ গুলির ভোট বাতিল করা হয়েছে, পরবর্তীকালে ফের যখন উপনির্বাচন হবে তখন এই বুথ গুলিতে ভোট করা হবে, এমনটাই জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।