কলকাতা: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় (Cyclone Jawad) জাওয়াদ (Jawad West Bengal)। ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিমি (wind speed of Jawad) বেগে ছুটে চলছে এই ঘূর্ণিঝড়। আবহাওয়াবিদদের শঙ্কা অনুযায়ী আগামী রবিবার (Present position of Jawad) অর্থাৎ ৫ ডিসেম্বরই অন্ধ্র উপকূল ছাড়িয়ে ওডিশার পুরী (Puri landfall of jawad) থেকে কিছুটা দূরে আছড়ে পড়তে পারে জাওয়াদ।এর পর ক্রমশ এগোবে পশ্চিমবঙ্গের (West Bengal jawad update) দিকে। যার আগাম প্রভাবে (effects of Jawad on Bengal)
শনিবার থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে বঙ্গে। শনিবার বিকেলের পর ঝড়ের দাপট বাড়বে উপকূলবর্তী জেলাগুলিতে।
আরও পড়ুন Jawad: জাওয়াদ বিশাখাপত্তনমের অদূরেই, গভীর নিম্নচাপ থেকে সাইক্লোনে পরিণত
আবহওয়াবিদের মতে, ইয়াস, গুলাব, ফণির মতো আসন্ন জাওয়াদ ঝড়টি ততটা বিধ্বংসী বা ভয়ঙ্কর নয়৷ এ কারণেই তার নাম রাখা হয়েছে ‘জাওয়াদ’ যার অর্থ ‘উদার’৷ আন্দামান সাগরে (Andaman Sea) তৈরি হওয়া এই নিম্নচাপটি (Depression) শুক্রবার দুপুরে গভীর নিম্নচাপ (Depression) থেকে শক্তিশালী ঘূর্ণিঝড়ে ( strong cyclone jawad) পরিণত হয়েছে।যা বিশাখাপত্তনমের (Bishakhapattanam) দিকে ক্রমশই এগোচ্ছে। আর এই গতিবেগেই যদি এগোতে থাকে জাওয়াদ তাহলে আর ৪৮ ঘণ্টার মধ্যেই স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়টি। এর প্রভাবেই তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ ( west bengal weather foscast), ওডিশা (Odisha weather condition),অন্ধ্রপ্রদেশ (Andhrapradesh weather condition) এবং আন্দামান-নিকোবর (Andaman weather update) । এই ৫ রাজ্যে অতি সক্রিয় প্রভাব পড়বে। ইতিমধ্যেই এই ৫ রাজ্যে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) পৌঁছেছে।
Adequate teams of NDRF have been pre-positioned in consultation with the respective State Authorities; Cabinet Secretary to hold a meeting of the National Crisis Management Committee at 4 pm today to review the situation, informs DG @NDRFHQ#CycloneJawad pic.twitter.com/yF4ZAPqQnP
— PB-SHABD (@PBSHABD) December 3, 2021
পশ্চিমবঙ্গে ১৯টি জাতীয় বিপর্যয় মোকাবিলা দল পৌঁছেছে। কলকাতাতে মোতায়েন ২টি, শিলিগুড়িতে ৩টি, দক্ষিণ ২৪ পরগনাতে ১টি, পূর্ব মেদিনীপুরে ২টি, হুগলিতে ১টি, নদিয়াতে ১টি, উত্তর ২৪ পরগণায় ১টি , ঝাড়গ্রামে ১টি, হাওড়ায় ১টি, মুর্শিদাবাদে ১টি, মালদায় ১টি এবং পূর্ব বর্ধমানে ১টি। এবং ১টি দল অতিরিক্ত মজুত রয়েছে নদিয়ায়।
আরও পড়ুন শনিবার সকালেই উপকূলে আছড়ে পড়তে পারে জাওয়াদ, সতর্ক হচ্ছে দক্ষিণবঙ্গ
ওডিশায় এই মুহূর্তে রয়েছে ১৭টি এনডিআরএফ (NDRF) বাহিনী। বালাসোরে ১টি, গঞ্জামে ৩টি, গাজাপাতিতে ১টি, পুরীতে ১ টি, খড়দায় ২টি, জগতসিংপুরে ১টি, কেন্দ্রপারায় ১টি, জজপুর ১টি, ভদ্রকে ১টি।এছাড়াও ৫ দল অতিরিক্ত মজুত রয়েছে মুন্ডালিতে।
অন্ধ্রপ্রদেশে মোট ১৯টি দল মোতায়েন রয়েছে। বিশাখাপত্তনম ৬টি, কাদাপায় ১টি, শ্রীকাকুলামে ৩টি, বিজয়নগরমে ২টি। বিজয়ওয়াড়ায় অতিরিক্ত মজুত রয়েছে ৭টি দল। তামিলনাড়ুতে পাঠানো হয়েছে ৭টি দল। যার মধ্যে চেন্নাই এ ২টি এবং আরাকক্কামে অতিরিক্ত মজুত রয়েছে ৫টি দল। আন্দামানের পোর্ট ব্লেয়ারে মোতায়েন ২টি দল। সব মিলিয়ে মোট ৬৪টি বিপর্যয় মোকাবিলা দল এই মুহূর্তে পাঠানো হয়েছে জাওয়াদের ঝুঁকিপূর্ণ রাজ্য তথা এলাকাগুলিতে।
আরও পড়ুন Cyclone Jawad: ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এর নামকরণ করেছে কোন দেশ? এর অর্থই বা কী?
আগাম সতর্কীকরণের জন্য উপকূলীয় এলাকায় একাধিক আগাম ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। সমুদ্রের ঢেউয়ের উচ্চতা বাড়বে বলে আগাম সতর্ক করে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মাছ ধরার ট্রলার ও নৌকাগুলিকে উপকূলে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে মাইকিং করে চলছে জনসাধারণকে সতর্ক করাও। আবহাওয়া দফতর সুত্রে জানানো হয়েছে, জাওয়াদের প্রভাবে শনিবার থেকেই দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপু্র, কলকাতায় বৃষ্টি শুরু হবে।