কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Recruitment Scam) বুধবার হাজিরা দিলেন না তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh)। বুধবার সিজিও কমপ্লেক্সে হাজিরার কথা ছিল সায়নীর। কিন্তু এদিন তাঁর প্রতিনিধিকে পাঠিয়ে ৫৩০ পাতার নথি ইডি দফতরে জমা দেন। যদিও সেই নথিতে কী রয়েছে, সে বিষয় কিছু জানা যায়নি। ইডি সূত্রে খবর, প্রথম দফায় জিজ্ঞাসাবাদের সময় সায়নী নিজেই বলেছিলেন, ৫ জুলাই অর্থাৎ আজ তাঁকে ডাকা হলে তাঁর সুবিধা হবে। কিন্তু এদিন তৃণমূল যুবনেত্রী হাজিরা না দেওয়ায় জল্পনা তৈরি হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)-র অন্দরে।
সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি কাণ্ডে সায়নীর জিজ্ঞাসাবাদ সম্পন্ন হয়নি। তাই পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য ৫ জুলাইয়ের দিন নিজেই ঠিক করেন। তারপরেও নির্বাচনী প্রচারের কারণ দেখিয়ে হাজিরা এড়ালেন তিনি। যা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ইডি সূত্রে খবর, পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে আইনি পরামর্শ নিতে চলেছেন তদন্তকারীরা।
আরও পড়ুন: Panchayat Election | ফের ভাঙন তৃণমূলের, বীরভূমে যোগদান ৩০০ পরিবারের
এদিনই সিজিও কমপ্লেক্সে সায়নী হাজিরা দিচ্ছেন না বলে জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল জানান, সায়নী এখন ভোটের কাজে ব্যস্ত। নির্বাচনী প্রচারের জন্য এখন তিনি গলসিতে আছেন। ভোট মিটলে সায়নী ইডি দফতরে যাবেন বলে জানান কুণাল। তিনি আজ যেতে পারবেন না বলে ইতিমধ্যেই চিঠি ইডিকে চিঠি দিয়েছেন সায়নী। অন্যদিকে, সায়নীর নিরাপত্তা রক্ষী এদিন সিজিও কমপ্লেক্সে এসেছিলেন। সেই সময় তিনি জানিয়েছেন, সায়নী ইডি দফতরে যথা সময়েই হাজিরা দেবেন।