কলকাতা: বর্তমানে চোখের চিকিৎসার জন্য আমেরিকায় রয়েছেন তৃণমুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সূত্রের খবর, আগামিকাল মঙ্গলবারই তাঁর চোখের অপারেশন হওয়ার কথা। বিদেশে থাকলেও তাঁর কড়া নজরদারি রয়েছে রাজ্য রাজনীতির উপর। সোমবার বিদেশের মাটি থেকেই কেন্দ্রীয় সংস্থা ইডির বিরুদ্ধে কড়া ভাষায় তোপ দাগেন তিনি। এদিন তিনি টুইটে লেখেন, ইডি আমার বিরুদ্ধে সংবাদমাধ্যমে নানান রকম বানানো গল্প পরিবেশন করে চলেছে। দেশের মানুষের করের টাকায় তদন্ত চালিয়েও আমার বিরুদ্ধে কোনও কিছু প্রমাণ করতে পারছে না।
কলকাতা: বর্তমানে চোখের চিকিৎসার জন্য আমেরিকায় রয়েছেন তৃণমুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামিকাল মঙ্গলবারই তাঁর চোখের অপারেশন হওয়ার কথা। বিদেশে থাকলেও তাঁর কড়া নজরদারি রয়েছে রাজ্য রাজনীতির উপর। সোমবার বিদেশের মাটি থেকেই কেন্দ্রীয় সংস্থা ইডির বিরুদ্ধে কড়া ভাষায় তোপ দাগেন তিনি। এদিন তিনি টুইটে লেখেন, ইডি আমার বিরুদ্ধে সংবাদমাধ্যমে নানান রকম বানানো গল্প পরিবেশন করে চলেছে। দেশের মানুষের করের টাকায় তদন্ত চালিয়েও আমার বিরুদ্ধে কোনও কিছু প্রমাণ করতে পারছে না। ইডি’র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অযোগ্য লোকে ভর্তি।
আরও পড়ুন: আদালতের নির্দেশ মেনে অবশেষে ‘কাকু’র জন্য মেডিক্যাল বোর্ড গঠনের আবেদন ইডির
অভিষেক টুইটে লেখেন, ইডি’র এই সব অকর্মণ্য ও অযোগ্য লোককে দেখে আমার করুনা হয়। তাঁরা নিয়ম করে সপ্তাহে দু’বার নানা রকম গল্প বানাচ্ছে আমাকে নিয়ে। কিন্তু আমার বিরুদ্ধে কোনও কিছুই প্রমান করতে পারছে না। রাজ্যের বিজেপি নেতাদের মতোই ইডি এক কাণ্ড করে চলেছে। টুইটে তিনি মিডিয়াকেও এক হাত নেন।
তৃণমূল নেতা আরও লেখেন, এই সব দুর্ভাগ্যজনক এবং হতাশ অতৃপ্ত আত্মাদের সম্পর্কে সহানুভূতি ছাড়া আর কিছুই জানানোর নেই। ইডি এত ভালো তদন্ত করে যে তাঁদের সাফ্যলের মাত্রা ০.৫ শতাংশের বেশি নয়। অভিষেক টুইটের শিরোনাম দিয়েছেন, সত্য সব সময়ই শক্তিশালী। সেটাই চিরকাল থেকে যাবে।
দিন কয়েক আগেই কলকাতা হাইকোর্টের অভিষেকের মামলা প্রসঙ্গে এক বিচারপতি মন্তব্য করেন, অনুমানের ভিত্তিতে কোনও তদন্ত চলতে পারে না। আদালতে ইডির বক্তব্য ছিল, অভিষেক আজ দোষী না হতে পারেন, কাল যে দোষী হবেন না, তার কোনও নিশ্চয়তা নেই। এমনকী ইডির আইনজীবী এমনও বলেন, অভিষেক মহান হতে পারেন, কিন্তু তাই বলে তদন্ত থমকে থাকতে পারে না।