মুম্বই: বিজেপিতে (BJP) গেলেই কী সব ধোয়া তুলসী পাতা হয়ে যায়? বিজেপির ওয়াশিং মেশিনে (Washing Machine) ঢুকলেই কী সব পরিষ্কার হয়ে যায় সেই প্রশ্ন এবার উঠল মহারাষ্ট্রে (Maharashtra)। রবিবার এনসিপি নেতা অজিত পাওয়ারের (Ajit Power) সঙ্গে প্রফুল্ল প্যাটেল (Praful Patel) সহ এক ঝাঁক নেতা বিজেপি জোটের রাজ্য সরকারে যোগ দিয়েছে। সেখানে প্রফুল্ল প্যাটেল মন্ত্রিত্ব পেয়েছেন। তাতেই এ নিয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না বিরোধীরা। কংগ্রেস নেতা জয়রাম রমেশ টুইট করে খোঁচা দিয়েছেন। কারণ প্রফুল্ল প্যাটেলের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত চলছে। সম্প্রতি মুম্বইয়ে প্রফুল্ল প্যাটেলের সম্পত্তি অ্যাটাচড করেছে ইডি। সেই প্রফুল্ল প্যাটেল এদিন বিজেপি সরকারে যোগ দিলেন। জয়রাম রমেশ টুইটারে লিখেছেন, বিজেপির ওয়াশিং মেশিন তার অপারেশন করেছে। মহারাষ্ট্রের সরকারে রবিবার এনসিপি থেকে যাঁরা যোগ দিয়েছেন তাঁদের অনেকের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুর্নীতির তদন্ত চলছে। ইডি, সিবিআই ও আয়করের তদন্ত চলছে। তাঁরা সবাই ক্লিনচিট পেয়ে গেল। জানা গিয়েছে, ইকবাল মির্চি কেসে ইডি প্রফুল্ল প্যাটেলের সম্পত্তি অ্যাটাচ করেছে। তাঁর মধ্যে মুম্বইয়ের ওরলিতে একটি বাড়ি রয়েছে সেই তালিকায়।
জয়রাম রমেশ এখানেই থেমে থাকেননি তিনি অভিযোগ করেছেন দুর্নীতিবাজ নেতারা জাহাজ পরিবর্তন করেছেন যাতে তদন্তকারীদের চাপ সামলাতে না হয়। কংগ্রেস মহারাষ্ট্র থেকে বিজেপিকে সরাতে উদ্যোগ নেবে। এদিক অজিত পাওয়ার মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে বলেছেন, তাঁর পার্টি শিন্ডে পরিচালিত সরকারে যোগ দিতে চেয়েছে দেশের উন্নতির জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের তাঁরা প্রশংসা করেছেন। আরও আট জন এনসিপি নেতা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
আরও পড়ুন: Maharashtra NCP Crisis | মহারাষ্ট্রে তিন ইঞ্জিনের সরকার হল বলে মন্তব্য মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের
কংগ্রেস একসময় মহারাষ্ট্রে মহা বিকাশ আঘাড়ি জোটে ছিল। যে জোট শিবসেনা ও এনসিপিকে নিয়ে হয়েছিল। রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল কটাক্ষ করে বলেন, এটা সম্ভবত গণতন্ত্রের মা, যে বক্তব্য আমেরিকার কংগ্রেসে পেশ করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব বলেছেন, সময়ে সময়ে বিজেপি এটা করে থাকে। প্রথমে এটা তারা মধ্যপ্রদেশে করেছে। এরপর মহারাষ্ট্রে করেছে। মানুষ সব দেখছেন। আপের জাতীয় মুখপাত্র সঞ্জয় সিং বিজেপির সমালোচনা করেছেন এই প্রসঙ্গে।