কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় সায়নীর বিরুদ্ধে আরও চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে। শুক্রবার নিয়োগ দুর্নীতি (Teacher Recruitment Scam) মামলায় তলব করা হয় যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষকে (Saayoni Ghosh)। তাঁকে সিজিও কমপ্লেক্সে (CGO Complex) হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে বেশকিছু তথ্য পেয়েছে ইডি।
ইডি সূত্রের খবর, নিয়োগ কাণ্ডে ধৃত কুন্তল ঘোষকে জেরা করে তদন্তকারীরা জানতে পারেন, ধৃত তাপস মণ্ডল যে ১৯ কোটি টাকা দিয়েছিলেন, সেই টাকার একটা বড় অংশ গিয়েছে সায়নীর কাছেও। কুন্তল এ ব্যাপারে প্রথমে মুখ না খুললেও পরে তা জেরায় স্বীকার করে নেন বলে জানা যায়। সেখানেই উঠে আসে তৃণমূলের রাজ্য সভানেত্রীর নাম। ইডি সূত্রের খবর, কুন্তল জেরায় জানান, তিনি বেশ কয়েক দফায় কয়েক কোটি টাকা সায়নীকে দিয়েছিলেন। আর সেই টাকা নিয়োগ দুর্নীতির টাকা বলেই অনুমান তদন্তকারীদের।
আরও পড়ুন: Panchayat Election 2023 | মেদিনীপুরের মাতকাতপুরে ভোটে পাট্টাই হাতিয়ার তৃণমূলের
রাজ্যে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) সম্পত্তি সংক্রান্ত বিষয়ের তদন্তে উঠে আসে সায়নীর নাম। সম্পত্তি কেনাবেচাতেও নাম জড়িয়েছে সায়নীর বলে ইডির দাবি। সেই প্রসঙ্গেই তৃণমূল (TMC) যুব কংগ্রেসের সভানেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। উল্লেখ্য, গত মার্চ মাসে অভিনেতা বনি সেনগুপ্তকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কুন্তল ঘোষের টাকায় গাড়ি কিনেছিলেন বলে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তাঁকে। অভিনেতা দাবি করেন, তিনি গাড়ি কেনার জন্য টাকা নিলেও পরে কুন্তলের আয়োজন করা বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থেকে এবং তার জন্য কোনও পারিশ্রমিক না নিয়ে তিনি ওই টাকা শোধ করে দিয়েছিলেন। পরে অবশ্য ৪৪ লক্ষ টাকা কুন্তলের অ্যাকাউন্টে ফেরত দিয়েছিলেন বনি।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই। এই মামলায় এর আগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষা দফতরের এক ঝাঁক কর্তা গ্রেফতার হয়েছেন। তার মধ্যে রয়েছেন প্রাক্তন এসএসসি চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এছাড়া তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ। এবার ফের আরেক যুবনেতা তথা তৃণমূলের যুবসংগঠনের সভাপতি সায়নীকে তলব করা হল।
কয়েক দিন আগে নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Teacher Recruitment Scam) শিক্ষা সচিব (Education Secretary) মণীশ জৈনকে (Manish Jain) একাধিকবার তলব করেছিল সিবিআই (CBI)। জিজ্ঞাসাবাদ শেষে বেরোবার সময় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে মণীশ জৈন নিয়োগ সংক্রান্ত কোনও ফাইল পাঠাতেন কি না সেই নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তাতে তিনি জানিয়েছিলেন, ফাইল তো নিজেই নিজের কথা বলে। এছাড়া আলাদা একটি সংস্থা স্বাধীন ভাবে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে।