কলকাতা: ভবানীপুর উপ-নির্বাচনের প্রচারে গোলমাল নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন৷ সোমবার বিকেল চারটের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে৷ সোমবার সকালে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের প্রচার ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় ভবানীপুরে। যদুবাবুর বাজারে প্রচারের সময় আচমকা বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে বচসা শুরু হয়। ক্রমে তা ধাক্কাধাক্কির আকার নেয়। বিজেপির দাবি, তাঁদের এক কর্মীর মাথা ফেটেছে। এই ঘটনার বিষয়ে যাবতীয় তথ্য চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন৷
Election Commission seeks a report from the state government over Bhabanipore (in West Bengal) ruckus today. EC has asked to submit the report by 4 pm
— ANI (@ANI) September 27, 2021
ঘটনার বিষয়ে দিলীপ ঘোষ বলেন, সাধারণ মানুষের কাছে প্রচার করছি তাতে ভয় পাওয়ার কী আছে? টেনশন নেওয়ার কী আছে? আপনি মাঠেও আটকাতে পারবেন না, ভোটেও পারবেন না। তৃণমূলের দাবি, এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বিজেপি। দিলীপের নিরাপত্তারক্ষীরা বন্দুক উঁচিয়ে ভয় দেখান বলেও অভিযোগ উঠেছে।
যদুবাবুর বাজারে উত্তেজনা৷
আরও পড়ুন-সৌরভ গঙ্গোপাধ্যায়ের জমি সংক্রান্ত মামলায় রাজ্য সরকারকে জরিমানা হাইকোর্টের
তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, বিজেপি নেতারা সেলফ ইম্পর্টেন্সি ক্রিয়েটর। বিজেপি খায় না মাথায় দেয়? এদের কোনও গুরুত্বই নেই৷ তাই এরা কী বলল, কী করল, সেই নিয়ে কারও কোনও মাথা ব্যাথাও নেই। সারাদিন ভবানীপুর এলাকার বিভিন্ন প্রান্তে শুধু মিথ্যাচার করে চলেছে, সাম্প্রদায়িক কথাবার্তা বলে চলেছে৷ মানুষ এদের ওপর বীতশ্রদ্ধ। তাই অনেক জায়গায় মানুষ, এদের এই বিভাজনের রাজনীতি ও মিথ্যাচার সহ্য করতে না পেরে প্রতিবাদ করে ফেলছে।
দিলীপের প্রচারে তুমুল ধাক্কাধাক্কি৷
আরও পড়ুন-জুতোর মধ্যে ব্লুটুথ লাগিয়ে পরীক্ষায় নকল, গ্রেফতার ৫ পরীক্ষার্থী
এ দিন প্রচারে বেরিয়ে টিকাকরণ পদ্ধতি খতিয়ে দেখতে একটি পুর স্বাস্থ্য কেন্দ্রে ঢোকেন দিলীপ।ঘোষ৷ এর জেরে সেখানে ব্যাপক গোলমালের সৃষ্টি হয়। ভ্যাকসিন প্রাপকদের লাইনেও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। বিজেপির কর্মীরা লাইনে দাঁড়ানো মানুষদের সরে যেতে বলেন। এর ফলেই উত্তেজনার সৃষ্টি হয়। বিজেপির অভিযোগ, সেই সময় জয় বাংলা স্লোগান দেওয়া হয়। পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেন বিজেপি কর্মীরা। সেখানেই তৃণমূলের মারে এক সমর্থকের মাথা ফাটে বলে দাবি করেছে গেরুয়া শিবির।
বন্দুক উচিয়ে নিরাপত্তারক্ষী৷