দত্তপুকুর: বিস্ফোরণে মৃত্যু কারখানার মালিক কেরামত আলির (Keramat Ali)। রবিবার সাতসকালেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল দত্তপুকুরের নীলগঞ্জ। বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ জনের। এই মৃতদের মধ্যেই ছিলেন বাজি কারখানার (Firecracker Factory) মালিক কেরামত আলির ছেলের রবিউল আলি। মারা গিয়েছেন কারখানার জমির মালিক শামসুল আলিও। এবার মৃত্যু হল কারখানার অন্যতম মালিক কেরামত আলির।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার পর যখন মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যজুড়ে বেআইনি বাজি কারখানায় তল্লাশি চালিয়েছিল পুলিশ, তখন অস্ত্র আইনে গ্রেফতার হয়েছিল হয়েছিল কেরামত। এমনকী, ২০২১ সালের পর বাজি তৈরির লাইসেন্স রিনিউ না করিয়েই ব্যবসা চালিয়ে যাচ্ছিল সে। যদিও সেবার জামিনে মুক্তি পেয়ে গিয়েছিল কেরামত। আর তারপরেই বাজির ব্যবসা শুরু করে সে।