হিন্দু শাস্ত্র অনুসারে শরৎকালে দেবতারা ঘুমিয়ে থাকে। তাই পুজো করার জন্য এই সময়টি যথাযথ নয়। অকালের পুজো হয় তাই একে অকালবোধন বলা হয়। পুরাণ অনুসারে, রামকে সাহায্য করার জন্য ব্রহ্মা দুর্গার বোধন ও পূজা করেছিলেন। তারপর থেকেই বাঙালি সনাতনী সমাজে এটি অন্যতম বিশেষ ধর্মীয় ও সামাজিক উৎসব হিসেবে পালন হয়। তবে গত বছরের তুলনায় এ বার পুজো বেশি খানিকটা দেরিতে। পুজো শুরু হতে হতে প্রায় অক্টোবরের শেষ পর্যায়।
চলুন জেনে নেওয়া যাক ২০২৩ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট।
এ বছর দুর্গোৎসবে সন্ধিপুজো আরম্ভ হবে বিকেল ৪টে ৫৩ মিনিটে, বলিদান বিকেল ৪টে ৩৮ মিনিটে এবং সন্ধিপুজো সমাপন সন্ধে ৫টা ৪১ এর মধ্যে।
(তথ্যসূত্র- বেণীমাধব শীলের ফুলপঞ্জিকা)
এদিকে, কোজাগরী লক্ষ্মীপুজো- ২৮ অক্টোবর, শনিবার। এরপর কালীপুজো – ১২ নভেম্বর, ২০২৩, রবিবার এবং ভাইফোঁটা- ১৪ নভেম্বর, ২০২৩, মঙ্গলবার।