কলকাতা: উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বাংলাদেশের খুলনার কাছাকাছি অবস্থান করছে। আজ বৃহস্পতিবার বাংলার ওপর দিয়ে বিহারের দিকে যাবে। মুর্শিদাবাদ-বীরভূমের ওপর দিয়ে বিহার ঝাড়খণ্ডের দিকে যাবে।
আরও পড়ুন- অলিম্পক্সে তৃতীয় জয় পেল ভারতীয় হকি দল, আর্জেন্টিনাকে ৩-১ ব্যবধানে হারাল
এ দিকে মৌসুমী অক্ষরেখা সক্রিয় বাংলায়। তাই আজ বৃহস্পতিবার অতিভারী বৃষ্টি সতর্কতা রয়েছে রাজ্যের তিন জেলায়৷ পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জে আরও পড়ুন- লায় অতিভারী বৃষ্টির সতর্ক রয়েছে। এই তিন জেলার দু’এক জায়গায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে আবহওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন- ফের নিম্নচাপের ভ্রূকুটি, অতিভারী বৃষ্টি রাজ্যজুড়ে
এ ছাড়াও, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম ও পূর্ব বর্ধমান জেলায়। আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদীয়া এবং মুর্শিদাবাদে।
আরও পড়ুন- সুন্দরবনে টর্নেডো, বন্ধ হাসনাবাদ লেবুখালী সড়ক
আগামিকাল শুক্রবার পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহওয়া দফতরের কর্তারা জানিয়েছেন, শুক্রবার পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হবে। সমুদ্র উত্তাল থাকার কারণে আজ বৃহস্পতিবার এবং আগামিকাল মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কলকাতাসহ বিভিন্ন নিচু এলাকায় প্রবল বৃষ্টিতে জল জমার আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশকিছু নদীর জল স্তর বাড়ার সম্ভবনা রয়েছে।