প্যারিস: ধরুন আপনি সাত সকালে অফিসে বেরিয়েছেন। কিন্তু রাস্তায় প্রচণ্ড ট্রাফিক জ্যাম (Traffic Jam)। সময় মতো অফিস পৌঁছাতে না পারলে লেট পড়বে। লেটের পরিমাণ বেড়ে গেলে, কাটা যাবে মাইনে। তখন মনে হয়, এমন যদি হত, ক্যাব বা ট্যাক্সি (Cab/Taxi) যদি আকাশে উড়ত, তাহলে সবাইকে ফেলে রেখে হুশ করে উড়ে যেতেন সোজা অফিসের উদ্দেশ্যে। কিন্তু, তা কী আর সম্ভব? হেলিকপ্টার (Helicopter) আমরা দেখেছি, কিন্তু তাই বলে উড়ন্ত ক্যাব, এটাও কী সম্ভব? যদি বলি হ্যাঁ সম্ভব। সম্প্রতি ফ্রান্সের প্যারিসে ইলেক্ট্রিক হেলিকপ্টার (Electric Helicopter) টেস্ট করা হয়েছে। ওই হেলিকপ্টারে রয়েছে একাধিক রোটেটর। সফলভাবেই এই হেলিকপ্টারের প্রথম ফ্লাইট সম্পন্ন হয়েছে। ২০২৪ সালের মধ্যেই কমার্শিয়াল ফ্লাইটের যাত্রা শুরু হবে।
উড়ন্ত ট্যাক্সির নাম রাখা হয়েছে ভোলোকপ্টার (Volocopter), দেখতে একেবারে বড় ড্রোনের (Drone) মতো, যাতে রয়েছে আটটি রোটেটর (Rotator)। প্যারিসের একটু বাইরে পন্টোয়েস-কর্মেইলিস (Pontoise-Cormeilles) এয়ারফিল্ডে এই টেস্ট রাইড সম্পন্ন হয়েছে। এই ড্রোন ট্যাক্সিতে ১ জন যাত্রীও ছিল। উড়ন্ত ট্যাক্সিটি যখন মাঝে আকাশে কয়েকটা চক্কর কাটছিল, তখন অদূরে অন্যান্যও বিমান ছিল আকাশে।
আরও পড়ুন: Salman Khan-Bhediya : ভাইজান বন গ্যয়া ভেড়িয়া
টু সিটারের এই ড্রোন ট্যাক্সি (Drome Taxi) তৈরি করেছে জার্মানির একটি সংস্থা। সংস্থার সিইও ডির্ক হোক (CEO Dirk Hoke) জানিয়েছেন, আগামী ১৮ মাসের মধ্যে সার্টিফিকেট পাওয়ার জন্য এই ড্রোন ট্যাক্সি তৈরি হয়ে যাবে। আশা করা হচ্ছে, প্যারিসে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিক্স গেমস (2024 Summer Olympics Games) আয়োজনের আগেই ড্রোন ট্যাক্সি কম দূরত্বের বাণিজ্যিক উড়ানের (Commercial Flight) জন্যও প্রস্তুত হয়ে যাবে। ট্যাক্সিটি পুরোপুরি স্বয়ংক্রীয় হবে, তবে এখনও অনেক সময় লাগবে পরিকাঠামোগত উন্নতির জন্য। ভোলোকপ্টারের টেস্ট পাইলট পল স্টোন জানিয়েছেন, উড়ানযানটি ডিজিটাল ফ্লাই-বাই-ওয়্যার সিস্টেম (Digital Fly-by-Wire System) সমৃদ্ধ এবং চিরাচরিত হেলিকপ্টারের চেয়ে ওড়ানো অনেক সহজ।