কলকাতা: ইলেকট্রিক মিটার যার পানীয় জল (Drinking Water) তার। পরিশ্রুত জল নিয়ে সিদ্ধান্ত নবান্নর (Nabanna)। জনস্বাস্থ্য কারিগরি দফতর (Public Health Department) সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত গ্রামীণ এলাকার ৩৪.৪২ শতাংশ বাড়িতে পরিশ্রুত পানীয় জল দেওয়া হয়েছে। কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ২০২৪ সালের মধ্যে। রাজ্য সরকার চায় বাড়ি বাড়ি পানীয় জল দিতে। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজ্য সরকার সিদ্ধান্ত নিল, যাঁর নামে ইলেকট্রিক মিটার (Electric Meter) রয়েছে তাঁর নামে বাড়িতে পরিশ্রুত পানীয় জলের সংযোগ দেওয়া হবে। বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দিতে চায় সরকার। নির্বাচনী প্রচারেও এই কথা বলেছিল তারা। সেই অনুযায়ী কাজ করতে চলেছে রাজ্য সরকার। গ্রামীণ এলাকায় একটি বাড়িতে একটি জলের সংযোগ দেওয়া হবে বলে জানা গিয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই সিদ্ধান্তের কথা জনস্বাস্থ্য কারিগরি দফতরের পক্ষ থেকে প্রতিটি জেলা প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Dengue Death | রাজ্যে ডেঙ্গিতে ফের মৃত্যু
জানা গিয়েছে, ঠিক হয়েছে, বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়া হবে। পরিশ্রুত জলের গুণগত মান পরীক্ষা করা হবে। একটি বাড়িতে একটি পানীয় জলের সংযোগ দেওয়া হবে। খরচ কমাতে এবং অপচয় বন্ধ করতে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। একটি বাড়িতে একটি ইলেকট্রিক মিটার দেওয়া হয়। তাই সেই নথি অনুযায়ী একটি জলের সংযোগ দেওয়া হবে। এই কাজে গতি আওনতে ইতিমধ্যে বৈঠক শুরু করেছে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী পুলক রায়। এই বিষয়ে রাজ্যের মুখ্যসচিবও সংশ্লিষ্ট দফতরের অফিসার এবং জেলাশাসকদের নিয়ে বৈঠক করেছেন বলে সূত্রের খবর। যত দ্রুত সম্ভব এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। উল্লেখ্য, এই প্রকল্পে ৫০ শতাংশ অর্থ খরচ করে রাজ্য সরকার। বাকি ৫০ শতাংশের টাকা দেয় কেন্দ্রীয় সরকার। মোট ৫৮ হাজার কোটি টাকার এই প্রকল্পে এখনও পর্যন্ত খরচ হয়েছে প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা। কাজে আরও গতি আনতে চাইছে রাজ্য সরকার।