ওয়াশিংটন: তিনি আমেরিকায় (US) ক্ষমতায় এলে এক লহমায় রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বন্ধ করে দিতে পারবেন বলে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আমেরিকার প্রাক্তন এই রাষ্ট্রপতি (President) আগামী নির্বাচনে (Election) ফের রাষ্ট্রপতি পদপ্রার্থী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে (Interview) তিনি এই দাবি করেছেন। তাঁর দাবির স্বপক্ষে টোটকা হচ্ছে, দুই দেশের রাষ্ট্রনেতার সঙ্গেই তাঁর ভালো সম্পর্ক। সেটিকেই মধ্যস্থতা করতে কাজে লাগাবেন তিনি। এই জন্য তিনি ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করতে পারবেন। একটি সংবাদ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা জানিয়েছেন। তিনি বলেন, আমি ভ্লাদিমির পুতিনকে (Vladimir Putin) খুব ভালো জানি। আমি জেলেনস্কিকে (Volodymyr Zelenskyy) খুব ভালো করে জানি। দুজনের সঙ্গেই আমার খুব ভালো সম্পর্ক।
ট্রাম্প তাতে আরও বলেছেন, বিশ্ব নেতারা খুব চালাক। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) তাঁদের সঙ্গে ঠিকমতো মোকাবিলা করতে পারছেন না। বাইডেনকে কটাক্ষ করে তিনি বলেন, বিশ্ব নেতারা স্মার্ট। আমাদের এমন একজন রয়েছেন যার কোনও ভূমিকা নেই। আমাদের দেশের পক্ষে এটা সবচেয়ে বিপজ্জনক সময়।
আরও পড়ুন: Kolkata TV | Kaustuv Ray | জেলবন্দি পিনকন কর্তাকে দিয়ে জোর করে অভিযোগ লেখানো হয়, সওয়াল কৌস্তুভ রায়ের
এর আগে ট্রাম্প বলেছিলেন, আমি রাষ্ট্রপতি থাকলে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করত না। এমনটা হত না। সব জীবনকে রক্ষা করা যেত। সুন্দর শহরগুলো দাঁড়িয়ে থাকত। ইউক্রেনে ধ্বংসের কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। অর্থনীতি প্রসঙ্গে তিনি বাইডেনের আমলে অবনমনের কথা তুলে ধরেন। বলেন, আমাদের মুদ্রার পতন হচ্ছে। শীঘ্রই বিশ্বমানের নীচে নেমে যাবে। ২০০ বছরে এটা আমাদের সব থেকে বড় বিপর্যয় হবে। তিনি সরাসরি বাইডেনকে অভিযুক্ত করেন ধ্বংসকারী বলে। তিনি বলেন, আমেরিকার ইতিহাসে পাঁচটি খারাপ রাষ্ট্রপতির নাম বলতে বলেন তাঁরা একসঙ্গে এতটা খারাপ করেননি যেটা জো বাইডেন প্রশাসন করেছে। আমেরিকার (US) বর্তমান প্রশাসনকে একহাত নেন তিনি। আন্তর্জাতিক প্রেক্ষিতে বাইডেনের নেতৃত্বের কঠোর সমালোচনা করেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।