কলকাতা: শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF 29)। সেই উপলক্ষে উদ্বোধনী মঞ্চে সলমন-সৌরভ-সহ উপস্থিত থাকবেন বলি এবং টলি পাড়ার তাবড় তাবড় তারকারা। এককথায় বলতে গেলে বলা যায় চাঁদের হাট বসতে চলছে ‘২৯ কিফ’কে ঘিরে। এই ফেস্টিভালকে ঘিরেই সম্প্রতি প্রকাশ পেয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং সুর করা ‘এই পৃথিবী একটাই দেশ’। বিখ্যাত সংগীত শিল্পী অরিজিৎ সিংয়ের গলায় সেই গান শুনে তাক লেগে গিয়েছিল। এবার আরও এক নতুন চমক। জানা গিয়েছে মঙ্গলবার ওই গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করবেন ডোনা এবং তাঁর ছাত্রছাত্রীরা। শাহরুখ আসবেন কিনা সেটা এখনও জানা যায়নি।
অনুষ্ঠানে যোগদিতে মঙ্গলবার ভোর পাঁচটায় কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন সলমন খান। রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁকে সেখানে স্বাগত জানাবেন মন্ত্রী বাবুল সুপ্রিয়। মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ রক্ষা করেই উৎসবের উদ্বোধনে যোগ দিচ্ছেন বলিউডের ‘টাইগার’।
আরও পড়ুন: এবারও হচ্ছে না পৌষমেলা, জানিয়ে দিল বিশ্বভারতী
প্রসঙ্গত, বিশেষ শ্রদ্ধা জানানো হবে মৃণাল সেন, দেব আনন্দ, মুকেশ ও শৈলেন্দ্রর মতো কিংবদন্তি শিল্পীদের। সেই সঙ্গে এবারের চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে মহানায়ক উত্তম কুমার অভিনীত ‘দেয়া-নেয়া’। চলচ্চিত্র উৎসবের বিশেষ আলোচনা সভায় উপস্থিত থাকবেন মনোজ বাজপেয়ী, সুধীর মিশ্রর মতো ব্যক্তিত্বরা। দেখানো হবে ৩৯টি দেশের ২১৯ টি ছবি। এবারের উৎসবের ফোকাস কান্ট্রি স্পেন।
দেখুন আরও খবর: