নয়াদিল্লি: দেশের কোভিড পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই ভালো৷ রাজ্যগুলিতেও ক্রমশ শিথিল হচ্ছে বিধিনিষেধ৷ এই পরিস্থিতিতে বিমানে আরও বেশি সংখ্যায় যাত্রী চলাচলে ছাড় দিল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রক (Ministry of Civil Aviation MoCA)৷
আরও পড়ুন: সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির সিলেবাসে বড় রদবদল
কোভিড পরিস্থিতিতে ৫০ শতাংশ যাত্রী নিয়ে বিমান চলাচলের অনুমতি দিয়েছিল সরকার৷ সেটা বেড়ে ৬৫ শতাংশ করা হল৷ আজ সোমবার বিজ্ঞপ্তি জারি করে জানায় অসামরিক বিমান পরিবহণমন্ত্রক৷ তবে এই ছাড় কেবলমাত্র জুলাই মাস পর্যন্ত বহাল থাকবে৷ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ৩১ জুলাই পর্যন্ত অতিরিক্ত যাত্রী নিয়ে উড়ান চালাতে পারবে বিমান সংস্থাগুলি৷
আরও পড়ুন: অধ্যক্ষকে হেনস্থা, সাসপেন্ড বিজেপির ১২ বিধায়ক
কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই খুলে দেওয়া হচ্ছে দর্শনীয় জায়গাগুলি৷ আর সেই জায়গাগুলিতে ভিড় করছেন পর্যটকরা৷ হিমাচল, উত্তরাখণ্ড ইত্যাদি রাজ্যে উপচে পড়েছে পর্যটকদের ভিড়৷ এই পরিস্থিতিতে বিমানে যাত্রী সংখ্যা বাড়ানোর অনুমতি দিলে জোয়ার আসবে পর্যটন শিল্পে৷ কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী হরদীপ সিং পুরী ট্যুইট করে জানান, অন্তর্দেশীয় বিমানে উল্লেখযোগ্য হারে বেড়েছে যাত্রী সংখ্যা৷ ৪ জুলাই ১,৪৬৭টি বিমানে যাতায়াত করেছেন মোট ১ লক্ষ ৭৪ হাজার ৯০৫ জন যাত্রী৷ বিমানে অধিক যাত্রী ওঠার অনুমতি দিলেও আগের মতোই কোভিড প্রোটোকল মেনে চলতে হবে উড়ান সংস্থাকে৷