ডায়মন্ড হারবার: লাগামহীন করোনা সংক্রমণ আটকাতে ডক্টরস অন হুইলস (Doctor’s on Wheels) পরিষেবা চালু করার কথা বলেছিলেন ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই মতো মঙ্গলবার থেকে দক্ষিণ ২৪ পরগনার(South 24 Parganas) বিভিন্ন ব্লকে চালু হল এই পরিষেবা।
মঙ্গলবার ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের আশুতি-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনামুখী এবং মহেশতলা পুরসভার মাতৃসদন থেকে চালু করা হয়েছে এই পরিষেবা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণ দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, সমিতির সভাপতি বিপ্লব মণ্ডল, আলিপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ সহ আধিকারিকরা।
ডক্টরস অন হুইলস-এর উদ্বোধনি অনুষ্ঠান
এরপর থেকে ডক্টরস অন হুইলস পরিষেবা দিতে দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে চিকিৎসকের দল। মূলত এই ব্যবস্থা করা হয়েছে বয়স্ক এবং করোনা উপসর্গ থাকা নাগরিকদের জন্য। কারণ তাঁদের পক্ষে চিকিৎসার জন্য সব সময় স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া সম্ভব হয় না। তাঁদের কথা ভেবেই এই পরিষেবা চালু করার নির্দেশ দিয়েছিলেন অভিষেক।
ডক্টরস অন হুইলস পরিষেবা দিতে তৈরি গাড়ি
আরও পড়ুন- Joydev Kenduli Mela 2022: বাতিল নয়, মকর সংক্রান্তিতেই জয়দেব কেন্দুলি মেলা
এই গাড়িতে রয়েছে কোভিড-সহ বিভিন্ন শারীরিক পরীক্ষার ব্যবস্থা। ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের প্রত্যন্ত গ্রামের মানুষ এই পরিষেবার মাধ্যমে অভিজ্ঞ ডাক্তার দ্বারা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পাবেন।