সংখ্যার মধ্যে, ১৩ নম্বরটি (13 Number) মনে হয় সর্বাধিক আলোচিত। নিউরোলজি অনুসারে, ১৩ নম্বরটি নাকি অশুভ (Unlucky)। অনেকে একে দুর্ভাগ্যের প্রতীকও মনে করেন। মানুষের মধ্যে ১৩ সংখ্যাটি নিয়ে এতটাই কুসংস্কার এবং ভীতি রয়েছে যে তাঁরা হোটেলের ১৩ নম্বর ঘরেও থাকতে চান না। ১৩ তারিখে কোনও নতুন কাজ শুরু করতে চান না। হাসপাতালের ১৩ নম্বর বেডে ভর্তি হতে চান না। বেশিরভাগ হোটেলে ত আবার ১৩ নম্বর ঘরটিই নেই। ভ্রমণের সময় কোনও হোটেলে ঘর নিলে খেয়াল করে দেখবেন সেখানে ১৩ নম্বর ঘরের কোনও উল্লেখ নেই। অনেক হোটেলের তো আবার ১৩ নম্বর তলও থাকে না। এই কারণে লিফটে ১২-র পরও সরাসরি ১৪ তলায় যেতে বোতাম টিপতে হয়। কিন্তু এই ১৩ নম্বরের পিছনে কোন রহস্য লুকিয়ে আছে, যেটা আমরা এখনও জানি না।
বেশিরভাগ হোটেলে তো আবার ১৩ নম্বর ঘরটিই নেই। ভ্রমণের সময় কোনও হোটেলে ঘর নিলে খেয়াল করে দেখবেন সেখানে ১৩ নম্বর ঘরের কোনও উল্লেখ নেই। অনেক হোটেলের তো আবার ১৩ নম্বর তলও থাকে না।
আরও পড়ুন: Kalka Mail | Delhi | কলকা মেলে চুরি, শুরু তদন্ত
১৩ নম্বর না থাকার কারণ
এর একটা সহজ উত্তর হল, ট্রিস্কাইডেকাফোবিয়া। সংখ্যার প্রতি ভীতি। আমরা বলি পশ্চিমের দেশগুলি নাকি আমাদের থেকেও উন্নত। তাদের যুক্তিবাদী চিন্তাধারা, বিজ্ঞান মনস্কতা প্রাচ্য দেশগুলির তুলনায় অনেক দৃঢ়। কিন্তু আদতে তা নয়। পশ্চিম বিশ্বের লোকেরাও যথেষ্ট কুসংস্কারাচ্ছন্ন হন। তাদের মতে, ১৩ নম্বরটি অত্যন্ত অশুভ। অনেকেরই বিশ্বাস এটি একটি ভৌতিক সংখ্যা।