বালেশ্বরের (Balashwar) ট্রেন দুর্ঘটনা (Train Incident) অনেক কিছু মনে করিয়ে দিচ্ছে। ভারতে যে ভয়ঙ্কর সব দুর্ঘটনা ঘটেছে, তেমনই বিশ্বের নানা প্রান্তে সাঙ্ঘাতিক সব ট্রেন দুর্ঘটনা ঘটেছে। প্রাণ গেছে শয়ে শয়ে মানুষের। গত ১৯ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হিসেবে ধরা হচ্ছে ওড়িশার বালাসোরের করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনাকে। গত শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ ঘটে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে।
২০০৪ সালে সুনামিতে ভেসে যাওয়া শ্রীলঙ্কার ট্রেন দুর্ঘটনার পর এই শতাব্দীতে বিশ্বের সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে বালাসোরের রেল দুর্ঘটনাকে।
আরও পড়ুন: Weather Updates | কেরলে বর্ষা ঢুকেছে, বঙ্গে কবে, কী বলছে হাওয়া অফিস
বিশ্বে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনায়
২০০৪ সালের ডিসেম্বরে ভারত মহাসাগর থেকে ধেয়ে সুনামির জল ঢুকে শ্রীলঙ্কার এক ট্রেনে ঢুকে ১ হাজার ৭০০ জন যাত্রী প্রাণ হারিয়েছিলেন। সুনামির কারণে হওয়া প্রথম ট্রেন দুর্ঘটনা ছিল সেটি। তারপর থেকে গত ১৯ বছরের দুনিয়ার বিভিন্ন জায়গায় বহু ছোট বড় রেল দুর্ঘটনা ঘটেছে। কিন্তু ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেসের মতো এত বড় মাপের রেল দুর্ঘটনা ঘটেনি।
বিশ্বে প্রথম ট্রেন দুর্ঘটনা
বিশ্বে প্রথম যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনা ঘটে ১৮৩৩ সালের ৮ নভেম্বর ক্যামডেন ও অ্যামবয় রেলরোডে। নিউজার্সির স্পটসউড ও হাইটস্টোনের মাঝে ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। সেই ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছিল, আহত হয়েছিলেন ১২ জনের বেশি। নিউরেল রোডের পরবর্তী সময়ের প্রেসিডেন্ট কর্নেলিস ভ্যান্ডারবিটের পা ভেঙেছিল সেই দুর্ঘটনায়।