কলকাতা : শহরে ফের দুর্যোগের পূর্বাভাস। ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতাসহ শহরতলীর বিভিন্ন অঞ্চল। শুক্রবার সকাল থেকেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা। ইতিমধ্যেই আবহাওয়া দফতর সতর্কবার্তা দিয়েছে। আগামী দু তিন ঘন্টার মধ্যেই বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি শুরু হতে চলছে।
আরও পড়ুন- কেমন থাকবে আজকের আবহাওয়া
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশই পূর্ব দিকে সরছে। ফলে পশ্চিমে বৃষ্টির সম্ভবনা কম থাকলেও ইতিমধ্যেই উত্তর ও দক্ষিণ কলকাতার বেশ কিছু জায়গায় শুরু হয়ে গিয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, হাওড়া ও উত্তর ২৪ পরগণায় ইতিমধ্যেই শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত।
বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে বৃষ্টি। বেশ কিছু জায়গায় এখনও জল জমে রয়েছে। শুক্রবার আবার বৃষ্টিপাত শুরু হলে বাড়তে পারে জলযন্ত্রনা। ফলে, সাধারণ মানুষ যানজটের মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। কয়েক ঘণ্টার মধ্যে আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন- বাংলার বন্যা ‘ম্যান মেড’, দাবি মমতার
আগামী চার থেকে পাঁচ দিন দিনের তাপমাত্রা বিশেষ পরিবর্তন হবে না। শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩৩ ডিগ্রি সেন্টিগ্রেট। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৭.৪ ডিগ্রি সেন্টিগ্রেড। বাতাসের সর্বোচ্চ আদ্রতার পরিমাণ রয়েছে ৯৭ শতাংশ। সর্বনিম্ন আদ্রতার পরিমাণ ৭১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১.৬ মিলিমিটার।
উত্তরবঙ্গ
শনিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। শনিবার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার আরও একটু বৃষ্টি বাড়বে কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি এবং অন্যান্য জেলায় উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে ভারী বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সোমবার থেকে।
মৌসুমী অক্ষরেখা উত্তর দিকে সরে যাবে আগামী কয়েকদিনে। এর প্রভাবে শনিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি তে।