কলকাতা: পূর্ব মেদিনীপুর জেলার এক দুর্গাপুজো নিয়ে দিলীপ ঘোষের টুইট। কোট টুইটে যার সপাট জবাব দিলেন জেলা পুলিশ সুপার অমরনাথ কে৷ তা কেন হঠাৎ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির টুইটের জবাব দিতে হচ্ছে একজন পুলিস সুপারকে।
দিলীপ ঘোষের টুইটের কন্টেন্ট, ভাষা ও ভিডিও-তে এমন কিছু বার্তা আছে যা খানিকটা উস্কানিমূলক বলেই মনে করছে পুলিস প্রশাসন৷ আর তাই, বেশি দেরি করেননি, কড়া ভাষায় দিলীপের টুইটের উত্তর দিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার৷
এগরার পুজো নিয়ে দিলীপ ঘোষের করা টুইট।
শনিবার রাতে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি এগরা বাস স্ট্যান্ডের পুজোর ভিডিও টুইটে পোস্ট করেন৷ একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন প্রতিবেশী রাষ্ট্রে যেমন হচ্ছে, পশ্চিমবঙ্গেও কি সেরকম চলছে? আর ঠিক এখানেই আপত্তি তুলছে প্রশাসন। ঘটনার সম্পর্কে কিছু না জেনেই কি দিলীপ ঘোষের এই টুইট? নাকি অন্য কিছু? এ নিয়ে তদন্তে নামে পূর্ব মেদিনীপুর জেলা পুলিস। দেখা যায় ঘটনাটি একেবারেই আলাদা। টুইট করতে দেরি করেননি পূর্ব মেদিনীপুরের পুলিস সুপার।
There are attempts to communalise this incident. One child has been identified as member of a Hindu family. Strict legal action will taken against those who spread fake news. @WBPolice
— Purba Medinipur Police (@MedinipurSp) October 17, 2021
আরও পড়ুন-৪৮ ঘণ্টায় তৃতীয় হামলা, কাশ্মীরে খুন ভিন রাজ্যের ২ শ্রমিক
এ রাজ্যের মানুষ ‘ফ্যাসিস্ট-ধর্মীয় মৌলবাদকে’ কয়েক মাস আগে ছুড়ে ফেলে দিয়েছে৷ কার্যত, ধূলিসাৎ করে দিয়েছে বলা চলে৷ এখন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, প্রতিবেশী রাষ্ট্রের অশান্তিকে কাজে লাগিয়ে কেউ কেউ এ রাজ্যে গোলমাল পাকাতে চাইছে। রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। সোশাল মিডিয়ায় ফেক নিউজ ছড়ানোর চেষ্টা করছেন। যার বিরুদ্ধেই সতর্ক এ রাজ্যের প্রশাসন।