শিলিগুড়ি: ২৪ ঘণ্টা না কাটতেই উলটো সুর বঙ্গ বিজেপির সভাপতির গলায়। শনিবার সাংসদ জন বার্লাকে পাশে বসিয়ে উত্তরবঙ্গে পৃথক রাজ্যের দাবিকে সমর্থন জানিয়েছেন দিলীপ ঘোষ। রবিবার সেই সুর সম্পূর্ণ উলটে গেল। নতুন রাজ্য গঠনের পক্ষে কোনও সওয়াল করেননি বলে দাবি করলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।
আরও পড়ুন- প্রধানমন্ত্রীর সামনে জাতীয় পতাকার অবমাননা, সরব বিরোধীরা
উত্তরবঙ্গে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবি নতুন নয়। যা নিয়ে বাম জমানা থেকে আন্দোলন চলছে। রাজ্যের ক্ষমতা দখলের পরে সেই ক্ষোভ প্রশমনের জন্য গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা GTA গঠন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়। একুশের বিধানসভা ভোটের ফল ঘোষণার পরে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য গঠনের দাবি করেন বিজেপি সাংসদ জন বার্কা।
আরও পড়ুন- জনসংখ্যা কমায় লোকসভার আসনে কোপ, কেন্দ্রকে ৫ হাজার কোটির জরিমানা হাইকোর্টের
রবিবার দিলীপবাবু বলেন, “আমি কোন নতুন রাজ্যের সাওয়াল করিনি। উত্তরবঙ্গের মানুষের বহুদিনের ইচ্ছা প্রকট করেছেন। আমাদের প্রতিনিধিরা সেকথাই বলেছেন। এর মধ্যে কোন অন্যায় নেই।”
আরও পড়ুন- আফগানদের হাতে মমতার ছবি সম্বলিত রাখি বাঁধল তৃণমূল
দলীয় সাংসদ জন বার্লার বাংলা ভাগের দাবিকে ব্যক্তিগত মত বলে মন্তব্য করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ শনিবার কেন্দ্রীয় মন্ত্রীকে পাশে বসিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘এটা উত্তরবঙ্গের মানুষের দাবি৷ সেই দাবি জনদা তুলে ধরেছেন৷’ সেই তাঁর মুখে এমন কথা শুনে রাজনৈতিক মহল বলছে, ইউ টার্ন নিলেন দিলীপ ঘোষ৷
রবিয়ার ফের যেন ইউ টার্ন নিলেন বঙ্গ বিজেপি সভাপতি। সাফ জানিয়ে দিলেন যে তিনি রাজ্য ভাগের পক্ষে কোনও মন্তব্য করেননি। বিজেপি বরাবরই ছোট রাজ্যের পক্ষে। সেই কারণেই গোর্খাল্যন্ডের পক্ষে আন্দোলনকারীরা বিজেপিকে সমর্থন জানিয়েছে বিভিন্ন সময়ে। দীর্ঘ দিন ধরে তাই দার্জিলিং লোকসভা কেন্দ্র পদ্ম শিবিরের দখলে রয়েছে।
আরও পড়ুন- আধারের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করার নামে গ্রামবাসীর সঙ্গে আর্থিক প্রতারণা, ধৃত যুবক
যদিও দিলীপ ঘোষের দাবি বিজেপি বঙ্গ ভঙ্গ সমর্থন করে না। রবিবার তিনি বলেছেন, “বিজেপি কোন বিভাজনে বিশ্বাস করে না। আমরা গোর্খাল্যান্ডও সমর্থন করিনি। কামতাপুরীও সমর্থন করিনি। আমরা চেয়েছি এখানকার উন্নয়ন। এর জন্যই দুজন মন্ত্রী করা হয়েছে উত্তরবঙ্গ থেকে।” শিলিগুড়িতে বিজেপির ছয় নম্বর মন্ডলে রাখী বন্ধন উৎসবে এসে একথাই পরিষ্কার করে জানিয়ে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।