ধূপগুড়ি: ধূপগুড়িতে (Dhupguri) চলছে উপনির্বাচনের (By Election) ভোটগ্রহণ। শাসক তৃণমূল(TMC), বিরোধী বিজেপি (BJP) এবং সিপিএমের কাছে এই ভোট রীতিমতো প্রেস্টিজ ফাইট। সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে ভোট শুরু হলেও খট্টিমারির একটি বুথে এজেন্টই দিতে পারেনি বিরোধীরা।
খট্টিমারি এফডি প্রাথমিক বিদ্যালয়ের ১৫/৪৬ নং বুথে মোট ভোটার সংখ্যা ৩৭৭ জন। মহিলা ভোটার রয়েছে ১৮৭। পুরুষ ভোটার ১৯০ জন। পঞ্চায়েত নির্বাচনে এই বুথ থেকে সিপিএম জয়লাভ করে। তবে, ফাগু ওঁরাও নামে ওই সিপিএম সদস্য দলবল নিয়ে তৃণমূলে যোগ দিতেই বিরোধীশূন্য হয়ে যায় এই বুথ। পঞ্চায়েত ভোটে বিজেপিও এই বুথে কোনও প্রার্থী দিতে পারেনি। পঞ্চায়েত ভোটের আগে পর্যন্ত বুথে সিপিএম বেশ শক্তিশালীই ছিল। কিন্তু, ভোটের পরই রাতারাতি পরিস্থিতি পাল্টে যায়।
আরও পড়ুন:শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু ধূপগুড়িতে
জলপাইগুড়ি জেলা তৃণমূলের সম্পাদক রাজেশ কুমার সিং ওরফে গুড্ডু সিং জানান, মানুষ উন্নয়নের সঙ্গে আছে এটাই প্রমাণ। এই এলাকার বিরোধী পঞ্চায়েত সদস্যরা তৃণমূলে যোগদান করেন। এখানে এখন বিরোধী বলতে কিছু নেই। তাই এই বুথে তারা এজেন্টও দিতে পারেনি। তাঁর দাবি, এলাকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে রয়েছে। রাজেশ বলেন, খট্টিমারির এই বুথে আমরা বিপুলভাবে জয়লাভ করব। সিপিএমের জেলা সম্পাদক সলিল আচার্য বলেন, কেন্দ্রীয় বাহিনী থাকলেও শাসকদলের লোকজন হুমকি দিচ্ছে ভোটারদের। খট্টিমারির বুথে বিরোধীদের এজেন্ট বসতে বাধা দেওয়া হয়েছে। আরও অনেক বুথেও একই ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশনকে সব জানানো হয়েছে।