নয়াদিল্লি: মহিলাদের জন্য জাতীয় ও রাজ্য আইনসভায় ৩৩ শতাংশ আসন সংরক্ষণের উদ্দেশ্যে ১৯৯৬ সালে সংবিধান সংশোধনের জন্য বিল আনা হয়েছিল। ২০১৪ সালের নির্বাচনী ইস্তাহারে বিজেপি এই বিলকে আইনে পরিণত করার প্রতিশ্রুতিও দিয়েছিল। তার পর কেটে গিয়েছে ৭ বছর। অথচ এখনও পার্লামেন্টে পাস হয়নি মহিলা সংরক্ষণ বিল (Women’s Reservation Bill)।
মহিলা সংরক্ষণ বিল নিয়ে এ বার কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। টুইটারে ভিডিও পোস্ট করে বেশকিছু প্রশ্ন তুলেছেন তিনি। ডেরেকের প্রশ্ন, ২৫ বছর আগে এই বিল পার্লামেন্টে তোলা হয়েছিল। বিজেপি ২০১৪ সালে নির্বাচনী ইস্তাহারে সংরক্ষণ চালুর প্রতিশ্রুতিও দিয়েছিল। কিন্ত ৭ বছর পেরিয়ে গেলেও সেই বিল দিনের আলো দেখতে পেল না।
আরও পড়ুন: পুজোর মুখে রান্নার তেলের দাম কমাল মোদি সরকার
২০১০ সালে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় পাস হলেও, নিম্নকক্ষ লোকসভায় সেটি সরকার পক্ষের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় আটকে যায়। বর্তমানে সংসদে এনডিএ সরকারের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও কেন এই বিল পাস হচ্ছে না, সেটাই বড় প্রশ্ন। পার্লামেন্টে মহিলাদের প্রতিনিধিত্বের শতকরা হারে বিশ্বের ১৯৩টি দেশের মধ্যে ভারতের স্থান ১৪৫-এ।
Today makes it 25 years since the WOMEN’S RESERVATION BILL was introduced in #Parliament
25 years. No Bill passed.
MO-SHA’s BJP even promised it in their 2014 Manifesto. FAIL.
One min video pic.twitter.com/cxNhHEFRnh
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) September 12, 2021
তৃণমূলের তরফে একাধিক এই বিল পাসের দাবি তোলা হয়েছে। ডেরেক সংসদে এ বিষয়ে রীতিমতো পরিসংখ্যান তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন, বিশ্বে পার্লামেন্টে মহিলাদের প্রতিনিধিত্বের শতকরা হার ২৫ শতাংশ। সেখানে ভারতে তা মাত্র ১৩ শতাংশ। বিজেপিতে ১০-১১ শতাংশ। ডেরেকের দাবি, মহিলা সংরক্ষণ বিল তৃণমূলের জন্য নয়। কারণ লোকসভায় তৃণমূলের মহিলা সদস্যদের প্রতিনিধিত্বের হার ৪১ শতাংশ, রাজ্যসভায় ৩০ শতাংশের বেশি।
আরও পড়ুন: ভবানীপুরে প্রচারে নেই ‘বাবুল’, মিডিয়া জানে, দল জানে না, বললেন দিলীপ