নয়াদিল্লি: ২ অক্টোবর রামলীলা ময়দানে (Ram Leela Maidan ) তৃণমূলকে সভার (TMC Protest Rally) অনুমতি দিল না দিল্লি পুলিশ। ১০০ দিনের কাজ ও প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বরাদ্দ টাকা আটকে রাখার প্রতিবাদে বিক্ষোভ সভার ডাক দিয়েছিল তৃণমূল। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই কর্মসূচি ঘোষণা করেন। তৃণমূল ওই সবার জন্য দিল্লি পুলিশের কাছে অনুমতি চেয়েছিল। বুধবার দিল্লি পুলিশ জানিয়ে দিল, ওই দিন তৃণমূলকে সভার অনুমতি দেওয়া হচ্ছে না।
বাংলাকে দীর্ঘদিন বঞ্চনার অভিযোগ তুলেছে তৃণমূল। রাজ্যের প্রাপ্য বকেয়া টাকা আটকে রেখে কেন্দ্র। এই নিয়ে রাজ্যের সঙ্গে তরজা চলছে কেন্দ্রীয় সরকারের। এর প্রতিবাদে আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তির দিন নয়া দিল্লির রামলীলা ময়দানে একটি প্রতিবাদ সভা করতে চেয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু, সেই সভার অনুমতি দিল না দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। তাদের দাবি, দিল্লি পুলিশের ক্ষমতা স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে। রাজনৈতিক উদ্দেশ্যে এই কাজ করেছে।
আরও পড়ুন: গুজরাত থেকে গ্রেফতার ভুয়ো বিজ্ঞানী
কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা আটকে রাখায় বঞ্চিত হচ্ছে বাংলার ১০ লক্ষেরও বেশি মানুষ। বঞ্চিত শ্রমিকদের দিল্লিতে নিয়ে গিয়ে গান্ধী জয়ন্তী দিবসে রামলীলা ময়দানে ধরনা কর্মসূচি করার পরিকল্পনা নিয়েছিল তৃণমূল। ২১ জুলাইয়ের সভা থেকে দিল্লি চলো ডাক দিয়েছিলেন অভিষেক। ওই কর্মসূচির জন্য ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত রামলীলা ময়দান ভাড়া চেয়েছিল তৃণমূল। বুধবার সেই আবেদন খারিজ করে দিল পুলিশ।