কলকাতা: জাতিদাঙ্গায় বিধ্বস্ত মণিপুরের (Manipur) পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছে ‘ইন্ডিয়া’র প্রতিনিধিদল (INDIA Team)। আগামী ২৯ এবং ৩০ জুলাই দুদিনের এই সফরে ‘ইন্ডিয়া’র সব শরিকের একজন করে প্রতিনিধি থাকবেন বলে জানা গিয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফে যাচ্ছেন প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব।
মণিপুর ইস্যুতে সরকার পক্ষকে চাপে রাখতে চাইছে বিরোধী জোট। অধিবেশন চলাকালীন মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছে সংসদের ভিতরে ও বাইরে বিক্ষোভ দেখায় বিরোধীরা। বারে বারে মুলতবিও হয়ে যায় সংসদ। বৃহস্পতিবার বিরোধী দলে সাংসদরা কালো পোশাক পরে প্রতিবাদ জানায়। মণিপুরের মানুষের প্রতি সংহতি প্রকাশে এবং মোদি’র মৌনতা ভাঙতে এই প্রতীকী প্রতিবাদ বিরোধীদের। কেন্দ্রের বিরুদ্ধে বুধবারই অনাস্থা আনে বিরোধীরা। সেই প্রস্তাব গ্রহণ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এই আবহে এবার মণিপুর পরিদর্শনের সিদ্ধান্ত নিল ‘ইন্ডিয়া’। এদিন সংসদীয় কার্যক্রম চলার মধ্য়েই ইন্ডিয়া জোটের তরফে জানানো হয়েছে, ২৯ এবং ৩০ জুলাই, শনি ও রবিবার হিংসা-বিধ্বস্ত মণিপুর পরিদর্শন করবে ইন্ডিয়া জোটের এক প্রতিনিধি দল।
আরও পড়ুন: Nandini Chakraborty | পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারপার্সন পদে বদল, সরলেন নন্দিনী চক্রবর্তী
সূত্রের খবর, এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে বলতে শোনা গিয়েছিল মণিপুরের পরিস্থিতি খতিয়ে দেখার জন্য প্রয়োজনে অবিজেপি সরকারের মুখ্যমন্ত্রীরা যাবেন। দরকারে সেই দলে তিনিও যাবেন। বৃহস্পতিবার জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীরা যাচ্ছে না। যাচ্ছে ‘ইন্ডিয়া’র সব শরিকের একজন করে প্রতিনিধি। জোটের কোন কোন নেতা প্রতিনিধি দলে থাকবেন, তা এখনও জানা না গেলেও, তৃণমূলের তরফে যাচ্ছেন সুস্মিতা দেব। মণিপুরের হিংসা উপদ্রুত এলাকায় তাঁরা যাবেন। তবে কোন কোন এলাকায় সেই নিয়ে বিশদ কিছু জানা যায়নি।
গত ৩ মে থেকে মণিপুরে লাগাতার হিংসা চলছে। সম্প্রতি, দুই মহিলার যৌন হেনস্থার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গোটা দেশের মানুষের এই ঘটনার তীব্র নিন্দা করেছে। মানুষের মনে মনে ক্ষোভের জন্ম দিয়েছে। এমন কি সুপ্রিম কোর্ট বলেছ, এই ঘটনা সংবিধানিক ব্যর্থতা।