কলকাতা: বঙ্গ রাজনীতিতে ফের সক্রিয় হতে দেখা যাবে দীপা দাশমুন্সিকে (Deepa Dasmunsi)
? ২০০৯ সালে রায়গঞ্জ (Raiganj ) আসন থেকে লোকসভায় (Loksava) জয়ী হন দীপা দাশমুন্সি। আগামী বছরও লোকসভায় মনে করা হচ্ছে উত্তরবঙ্গের(North Bengal) কোনও একটি আসনে প্রার্থী হতে চলেছেন তিনি। বিরোধী জোট ইন্ডিয়া (INDIA) ব্লক লোকসভায় একসঙ্গে লড়লে তিনি প্রার্থী হতে পারেন জোটের। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচক বলে পরিচিত। তেলঙ্গানার (Telangana) সিনিয়র অবজার্ভার (Senior Observer) নিযুক্ত হয়েছেন। দাশমুন্সির এই নিযুক্তিকরণে মনে করা হচ্ছে তিনি ফের পশ্চিমবঙ্গের (Westbengal) রাজনীতির (Politics) মঞ্চে সক্রিয় (Active) হতে চলেছেন।
ইন্ডিয়া জোট লড়লে কংগ্রেসের হয়ে উত্তরবঙ্গের কোনও একটি আসন থেকে লড়বেন তিনি। উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে ২০০৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত বিধায়ক ছিলেন দীপা দাশমুন্সি। তাঁর স্বামী প্রিয়রঞ্জন দাশমুন্সি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। ২০১৭ সালে তাঁর মৃত্যু হয়। ২০০৯ সালে লোকসভা নির্বাচনে রায়গঞ্জ আসন থেকে জয়ী হন দীপা। ২০১৪ সালে সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমের কাছে ১৬৩৪ ভোটে হেরে যান। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে তিনি দাঁড়িয়েছিলেন। ২০১৭ সালে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট করা হয় তাঁকে। কিন্তু তারপর থেকে আর সেভাবে সক্রিয় হতে দেখা যায়নি তাঁকে। মনে করা হচ্ছে এবার ফের তাঁকে সক্রিয় অবস্থায় দেখা যাবে।
আরও পড়ুন: পুরুষ বন্ধুকে কাছে পেতে তাঁর স্ত্রীকে খুনের চেষ্টা তরুণীর
দীপা দাশমুন্সি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে নাটকে স্নাতকোত্তর করেন। স্বর্ণপদক পেয়েছিলেন তিনি। ১৯৮৪ সাল থেকে নাটকে অভিনয় করছেন। টিভি আর্টিস্ট, কস্টিউম ডিজাইনার সহ একাধিক কাজ করেছেন। দিল্লি ওমেনস ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন একসময়।