কলকাতা: বিজেপিকে (BJP) ছোট বাচ্চার সঙ্গে তুলনা করলেন তৃণমূলের (TMC) যুব নেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। তিনি বলেন, বিজেপি ছোট বাচ্চার মতো করছে, হাপিয়ে গেলে ঘুমিয়ে পড়বে।
আগামিকাল ২১ জুলাই। যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি শুরু হয়েছে প্রস্তুতি। এদিকে ওই দিনেই বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিডিও অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছেন। সেই প্রসঙ্গে বলতে গিয়েই দেবাংশু বলেন, একটা বাচ্চার সামনে লজেন্স কেড়ে নিলে বাচ্চারা যেমন হাত-পা ছোড়ে। বিজেপির হাল ঠিক সেই রকম। বিধানসভা ভোটের সময় বিজেপি যা করছিল পঞ্চায়েত ভোটের সময়ও তাই করছে। ছোট বাচ্চাদেরমতো হাত পা ছুঁড়েছে, যখন হাঁপিয়ে যাবে ফের ঘুমিয়ে পড়বে।
আরও পড়ুন: 21 July | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় রেজিস্ট্রারের উপস্থিতিতে বিতর্ক
উল্লেখ্য, আগামিকাল শহিদ দিবস পালন করবে তৃণমূল। পঞ্চায়েত ভোটের সাফল্যের পর তৃণমূলের এই প্রথম মেগা সমাবেশ ধর্মতলায়। সেই সঙ্গে পঞ্চায়েত ভোটের সাফল্য নিয়েও আলোচনা করা হবে মনে করা হচ্ছে। কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হতে চলেছে এলকা। লালবাজার সূত্রে খবর, ডেপুটি পুলিশ কমিশনার পদমর্যাদার ৩১ জন অফিসার থাকছেন একুশে জুলাইয়ের জন্য। পাশাপাশি যুগ্ম কমিশনার পদমর্যাদার ৮ জন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার ৮০ জন অফিসার থাকবেন।