কলকাতা: কমছে আক্রান্তের সংখ্যা৷ বাড়ছে সুস্থতার হার৷ ক্রমশ স্বস্তি বাড়াচ্ছে পশ্চিমবঙ্গের কোভিড পরিস্থিতি৷
আরও পড়ুন: অধ্যক্ষকে হেনস্থা, সাসপেন্ড বিজেপির ১২ বিধায়ক
রাজ্যে কোভিড গ্রাফ আরও নামল৷ আক্রান্তের সংখ্যা নেমে এল হাজারেরও নীচে৷ সোমবার স্বাস্থ্য দফতর যে বুলেটিন প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৮৫ জন৷ মৃত্যু হয়েছে ১৮ জনের৷ বেড়েছে সুস্থতার হারও৷ রাজ্যে সুস্থতার হার ৯৭.৬৩ শতাংশ৷
আরও পড়ুন: এখনই বাড়ানো যাবে না বাস ভাড়া, জানাল সরকার
তিন মাস পর এই প্রথম আক্রান্তের সংখ্যা নামল হাজারের নীচে৷ এর আগে ৩১ মার্চ করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৯০০-র উপরে৷ ১ এপ্রিল তা বেড়ে হয় ১২০০-র কাছাকাছি৷ ঠিক উল্টোটা ঘটল এবার৷ গতকাল রবিবার রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল ১২০০-র উপরে৷ ২৪ ঘণ্টায় তা নেমে এল ৯০০-র নীচে৷
আরও পড়ুন: ভ্যাকসিন না পেয়ে বিক্ষোভ
এক সময় রাজ্যের কোভিড গ্রাফ বাড়তে বাড়তে ২২ হাজারে পৌঁছয়৷ সংক্রমণ রুখতে কোভিড বিধিনিষেধ ঘোষণা করে সরকার৷ দিন কয়েক পরই তার সুফল মিলতে শুরু করে৷ ক্রমশ কমতে থাকে আক্রান্তের সংখ্যা৷