কলকাতা: পুজোর আগে রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবারের পর রাজ্য স্বাস্থ্য দফতরের বুধবারের বুলেটিনেও সেই তথ্য তুলে ধরা হয়েছে। একইভাবে বুধবার রাজ্য সরকারের তরফে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করোনা বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কলকাতায় ১৩০ জন করোনা সংক্রমিত হয়েছেন৷ উত্তর ২৪ পরগনা এদিনও একশোর নীচে নামতে পারল না৷ সেখানে একদিনে ১৪২ জন আক্রান্ত হয়েছেন৷ একই সঙ্গে রাজ্যে দৈনিক সংক্রমণ বেড়েছে৷ বেড়েছে মৃত্যুর সংখ্যাও৷ গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৪৩ জন। একইসঙ্গে গত ২৪ ঘন্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে দৈনিক মৃত্যুর নিরিখে নদীয়া জেলা শীর্ষে রয়েছে। সেখানে একদিনের ছয় জনের মৃত্যু হয়েছে। তবে, রাজ্যে পজিটিভিটির হার সামান্য কমেছে।পুজোর আগে এভাবে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকাটা উদ্বেগের, বলছেন বিশেষজ্ঞরা৷
সোমবার কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন৷ তিনি বলেছিলেন, এক শ্রেণির মানুষ মাস্ক ছাড়ায় রাস্তায় বের হচ্ছেন৷ পুজোর বাজার করতে যাচ্ছেন৷ এরফলে, করোনা সংক্রমণ বৃদ্ধি হতে পারে।
আরও পড়ুন-করোনায় মৃতের অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রির অভিযোগ, ফের ময়নাতদন্তের নির্দেশ দিল হাইকোর্ট
রাজ্যে ১৩ সেপ্টম্বর সোমবার পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৭৫ লক্ষ ৫ হাজার ৫০২ জনের। রাজ্যের ১৪৬টি ল্যাবরেটরিতে এই পরীক্ষা চলছে। কলকাতায় এখনও পর্যন্ত ৩,১৪,৫১২ জন করোনা আক্রান্ত হয়েছেন।
বুধবার রাজ্য সরকারের করোনা বিধি নিষেধের নির্দেশিকা।
দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে রাজ্যের তরফে জানানো হয়। জারি থাকবে রাতের বেলা চলা ফেরার ওপর বিধিনিষেধও। রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত জারি থাকবে জারি থাকবে নাইট কার্ফু। তবে স্বাস্থ্য পরিষেবা, কৃষি পণ্য পরিবহন ও অন্যন্য জরুরী পরিষেবার ক্ষেত্রে কিছুটা শিথিল করা হয়েছে নির্দেশিকা। বুধবার এই নির্দেশিকাই ঘোষণা করা হল রাজ্যের তরফে।