কলকাতা: বাংলাদেশের (Bangladesh) কক্সবাজারে (Coxsbazar) আছড়ে পড়ল সুপার সাইক্লোন ‘মোকা’ (Mocha)। বাংলাদেশের কক্সবাজার এবং মায়ানমারের সিতওয়ে উপকূলে ২০০ কিমি বেগে বইছে ঝড় হাওয়া। কক্সবাজারে উত্তাল সমুদ্র সৈকত। সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে উপকূলের বাসিন্দাদের। আজ স্থানীয় সময় দুপুর ১২টার আগেই ২০০ কিমি বেগে বাংলাদেশের কক্সবাজার এবং সিতওয়ে বন্দর সংলগ্ন উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মোকা’।
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, রবিবার দুপুরে মায়ানমারের সিতওয়ে বন্দরে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় মোকা। মোকার অভিঘাতে বড়সড় ক্ষয়ক্ষতি হতে পারে বাংলাদেশের কক্সবাজার, মহেশখালি এবং সেন্ট মার্টিন বন্দরে। ইতিমধ্যেই মাইকিং করে উপকূলের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন।
উপকূলীয় জেলা কক্সবাজার এবং তার কাছের দ্বীপ ও চরে মহাবিপৎসংকেত জারি রয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা এবং তাদের কাছের দ্বীপ ও চরেও মহাবিপৎসংকেত জারি রয়েছে।