ঢাকা: প্রবল গতিতে বাংলাদেশ-মায়ানমার উপকূলের (Bangladesh-Myanmar coast) দিকে ধেয়ে আছে ঘূর্ণিঝড় মোকা (Cyclone Mocha)। মোকা মোকাবিলায় ফের সতর্কবার্তা দেওয়া হয়েছে বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে। যখন উপকূলে ছোঁবে তখন ১৭৫ কিলোমিটার বেগে তাণ্ডব চালাতে পারে মোকা। ঘূর্ণিঝড়টি কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে বলে জানা গিয়েছে। এর প্রভাবে সারা দেশের ৪ সমুদ্র বন্দরে সতর্কবার্তা জারি করা হয়েছে। চট্টগ্রাম (Chattogram), কক্সবাজারের (Cox’s Bazar) মতো জায়গায় সতর্কতা জারি করা হয়েছে। মোকার ধ্বংসলীলা থেকে বাঁচাতে প্রচুর মানুষকে সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পাঁচ লাখ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে প্রশাসন। সেজন্য প্রায় ১,৫০০ শিবির তৈরি করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় মাইকিং চলছে। বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপে।
ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, শেষ ছ’ঘণ্টায় আট কিলোমিটার বেগে মোকা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়েছে। পরিণত হয়েছে অতি প্রবল ঘূর্ণিঝড়ে। আপাতত পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের (Bay of Bengal) উপর অবস্থান করছে। যা পোর্টব্লেয়ারের উত্তর ও উত্তর-পশ্চিমে ৫৭০ কিমি, বাংলাদেশের কক্সবাজারের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ৭৩০ কিমি এবং মায়ানমারের সিটওয়ের দক্ষিণ-পশ্চিমে ৬৬০ কিমি দূরে অবস্থিত। বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
মোকা রবিবার কক্সবাজার উপকূলে আঘাত হানতে পারে। শনিবার সকাল ছ’টা থেকে অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রবল ঘূর্ণিঝড় মোকার প্রভাবে রীতিমতো উত্তাল হয়েছে সমুদ্র। সেন্ট মার্টিন দ্বীপের প্রায় পুরোটা জলোচ্ছ্বাসের সময় ডুবে যেতে পারে তার জেরে আগাম সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। চারপাশে বাঁধ না থাকায় ঝুঁকি সবচেয়ে বেশি। একইসঙ্গে সেন্ট মার্টিন থেকে পর্যটকসহ বিভিন্ন জেলার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। কক্সবাজারে শুক্রবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে। সাগর উত্তাল থাকায় পর্যটকদের সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না। পর্যটন এলাকার সব হোটেল ও রিসর্টকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে কক্সবাজার জেলা প্রশাসন। দুর্যোগে পরিস্থিতি সামাল দিতে খোলা হয়েছে কন্ট্রোল রুম।