কলকাতা: সাইক্লোন (Cyclone) মোকা (Mocha) এখন অতীত। মায়ানমারে (Mayanmar) তাণ্ডব চালানোর তিন ঘণ্টার মধ্যেই শক্তিক্ষয় হয়েছে এই ঘূর্ণিঝড়ের। কিন্তু, এবার অপেক্ষা করছে আরও বড় সাইক্লোন। মোকার পর এবার চোখ রাঙাচ্ছে ফ্যাবিয়েন (Fabien)। রবিবার (১৪ মে) জুম আর্থে দেখা যায়, নতুন এই ঘূর্ণিঝড়ের নাম ফ্যাবিয়েন। স্যাটেলাইট চিত্রে দেখা যায়, প্রায় ৬৫ কিলোমিটার গতিতে ঝড়টি বর্তমানে দক্ষিণ ভারত মহাসাগরে অবস্থান করছে।এটি সোম ১০০ কিমি, মঙ্গল ১২০ কিমি, বুধ ১৬৫ কিমি, বৃহস্পতি ১৫৫ কিমি এবং শুক্র ১৫০ কিমি গতিতে বয়ে যেতে পারে।
যদিও এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় ফ্যাবিয়েন ঠিক কোন দেশের কোন উপকূলভাবেগ আছড়ে পড়বে তা জানা যায়নি। একইসঙ্গে ল্যান্ডফলের দিনক্ষণ কিংবা সেই মুহূর্তের গতি সম্পর্কেও কোনও ধারণা করা সম্ভব হয়নি। তবে মোকার প্রভাবে আতঙ্কে রয়েছে বাংলাদেশ এবং মায়ানমার। ফ্যাবিয়েন কতটা শক্তিশালী হয়ে দাঁড়ায়, সেটাই এখন দেখার। আশঙ্কা করা হচ্ছে, দক্ষিণ ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার, ফিলিপিন্স, ইন্দোনেশিয়াতে প্রভাব বিস্তার করতে পারে এই ঘূর্ণিঝড়টি।
আরও পড়ুন: Weather Breaking | ৬ দিন ধরে ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস
এদিকে, মায়ানমারের সিতওয়ে বন্দরে রবিবার বেলা ১২টা নাগাদ আছড়ে পড়ে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় মোকা। ঘণ্টায় গতিবেগ পৌঁছে গিয়েছিল প্রায় ২১০ কিলোমিটার। ঘূর্ণিঝড় কার্যত তছনছ করে দেয় মায়ানমারের ওই ছোট্ট বন্দর। ছয় জন নাগরিকের মৃত্যুর খবর মিলেছে।আরও প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।