রাবাত: মরক্কোয় (Morocco) ভূমিকম্পে (Earthquake) ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Christiano Ronaldo)। তাঁর মালিকানাধীন হোটেল (Hotel) ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের থাকার জন্য খুলে দিয়েছেন তিনি। পেস্তানা সি আর সেভেন নামে ওই লাক্সারি হোটেলে রয়েছে ১৭৪টি রুম। এছাড়া স্পা, সুইমিং পুল, জিম। এটাকে আশ্রয় শিবির হিসেবে খুলে দিয়েছেন তিনি। এদিকে মরক্কোর ফুটবলার আচরফ হাকিমি ও তাঁর জাতীয় ফুটবল টিম আহতাদের জন্য রক্ত দান করেছেন। গত শনিবার এই ভূমিকম্প হয়। ২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ২ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন ওই ঘটনায়। এর আগে ২০০৪ সালে ভূমিকম্পে ৬০০ মানুষের মৃত্যু হয়। তাছাড়া সেভাবে ভূমিকম্প হয়নি এই এলাকায়।
মার্কিন ভূতাত্ত্বিক সূত্রে খবর, শনিবার রাত ১১টা ১১ মিনিটে মারাকেশ (Marrakesh ) থেকে ৭১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ১৮.৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে তীব্রতার পরিমাণ ৬.৮। মার্কিন প্রশাসন সূত্রে খবর, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ভূমিকম্পটি উপকূলীয় শহর রাবাত, কাসাব্লাঙ্কা এবং এসসাউইরাতেও অনুভূত হয়েছে।
আরও পড়ুন: গান্ধী পদবি জুড়লেই লোকে ডাকাত থেকে সাধু হয় না, রাহুলকে তোপ হিমন্ত বিশ্বশর্মার
এই ভূমিকম্পের প্রভাবের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির জন্য কমলা সতর্কতা এবং প্রাণহানির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই এলাকার মানুষ যেখানে বাস করেন, সেখানে ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভূমিকম্পের জেরে ওই এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সেইসঙ্গে মারাকেশে ইন্টারনেট পরিষেবাও বিঘ্নিত হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। মারাকাশের হাসপাতালগুলিতে আহতদের উপচে পড়া ভিড়। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এখনও পর্যন্ত এই ভূমিকম্পটি সবচেয়ে শক্তিশালী। এদিকে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে, পাশে থাকার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মরক্কোকে সম্ভাব্য সমস্ত রকম সাহায্য করার আশ্বাসও তিনি দিয়েছেন।