লখনউ: আর কয়েক মাস পরে দেশের একাধিক রাজ্যে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। সেই তালিকায় উত্তরপ্রদেশের মতো রাজ্যও রয়েছে। সেই ভোটের আগেই প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। দেশ জুড়ে মারাত্মক হারে বৃদ্ধি পেয়েছে মহিলাদের উপরে অপরাধের অভিযোগ। যার অধিকাংশই ঘটেছে উত্তরপ্রদেশে।
এমনই তথ্য প্রকাশ করেছে জাতীয় মহিলা কমিশন। ওই রিপোর্টে বলা হয়েছে যে চলতি বছরের প্রথম আট মাসে মহিলাদের উপরে অপরাধ বৃদ্ধি পেয়েছে ৪৬ শতাংশ। যার মধ্যে অর্ধেকের বেশি ঘটেছে উত্তরপদেশ থেকে। গত বছর ঘটে যাওয়া অপরাধের সঙ্গে তুলনা করে এই তথ্য প্রকাশ করা হয়েছে। আর সেই রিপোর্ট ঘিরে উদ্বেগ বেড়েছে প্রশাসনের।
আরও পড়ুন- বিক্ষোভ ঠেকাতে ইন্টারনেট বন্ধ হরিয়ানায়, কৃষকদের খেপিয়ে তুলছে বিরোধীরা : কেন্দ্রীয় মন্ত্রী
মহিলাদের বিরুদ্ধে সংঘটিত হওয়া অপরাধ পুলিশের কাছে লিপিবদ্ধ হওয়াকে নিজেদের সাফল্য বলেই মনে করছে জাতীয় মহিলা কমিশন। এমনই দাবি করেছেন কমিশনের প্রধান রেখা শর্মা। তিনি জানিয়েছেন যে কমিশনের পক্ষ থেকে নিয়মিত সচেতনতার প্রচার চালানো হয়েছে। যার কারণে ভয় কাটিয়ে মহিলারা নিজেদের অভিযোগ লিপিবদ্ধ করেছেন। সেই কারণেই এত বড় তথ্য প্রকাশ্যে এসেছে।
মহিলদের বিরুদ্ধে অপরাধের প্রতিবাদে মিছিল হয় বিভিন্ন সময়ে।
রেখা শর্মা আরও জানিয়েছেন যে চলতি বছরের অগস্ট মাস পর্যন্ত ১৯ হাজার ৯৫৩টি অপরাধের তথ্য পেয়েছে জাতীয় মহিলা কমিশন। যেখানে মহিলাদের উপরে হওয়া অপরাধের অভিযোগ রয়েছে। সমগ্র ২০২০ সাল জুড়ে সেই সংখ্যাটা ছিল ১৩ হাজার ৬১৮। চলতি বছরের এখনও চার মাস বাকি রয়েছে। এরই মাঝে গত বছরের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে। আর সেই বৃদ্ধির হার ৪৬ শতাংশ। ২০১৫ সালে সেই সংখ্যাটা ছিল তিন হাজার ২৪৮।
আরও পড়ুন- মুম্বইয়ে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা, ঘরে বসেই গণেশ চতুর্থী পালনের আর্জি মেয়রের