নয়াদিল্লি: আগামী ১০-১২ দিনে দেশে কোভিড আক্রান্তের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। সরকারি সূত্র জানিয়েছে, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। দেশজুড়ে যে করোনার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে, তা আরও ১০ থেকে ১২ দিন ধরে উত্তরোত্তর বাড়লেও তার পর থেকে ধীরে ধীরে কমে আসবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Health Ministry) সূত্র আরও জানিয়েছে, বর্তমানে কোভিড যে পর্যায়ে আছে, তাকে স্থানীয় বা আঞ্চলিক স্তরে (Endemic Stage) রয়েছে বলা যেতে পারে। কারণ এই প্রকোপ বৃদ্ধি বেশ কয়েক মাস ধরে হয়ে আসছে। কোনও একটি এলাকা বা অঞ্চলে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। গোটা দেশে এখনও ছড়িয়ে পড়তে পারেনি।
প্রতিনিয়ত দেশে (India) বাড়ছে করোনা (Corona Virus) সংক্রণ। পাশাপাশি বাড়তে শুরু করেছে মৃত্যুর হারও। এই ভাবে ফের বাড়তে থাকা সংক্রমণ বুঝিয়ে দিচ্ছে যে, করোনা (Covid 19) এখনও পুরোপুরি বিদায় নেয়নি। তাই প্রতি মুহূর্তে সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলেন বিশেষজ্ঞরা। এদিকে দেশের দৈনিক সংক্রমণ প্রায় আট হাজারের কাছাকাছি। আট রাজ্যে (State) ১১ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। এদিকে ২২৩ দিনে সর্বোচ্চ দৈনিক সংক্রমণের সংখ্যা এটি। স্বাভাবিক ভাবেই ফের ভয় ধরাচ্ছে করোনা (Corona)।
আরও পড়ুন: Kolkata | Heatwave Alert | কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় আগামী তাপপ্রবাহের সতর্কতা জারি
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮৩০ জন। এর আগে গত ১ সেপ্টেম্বর দেশে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ছিল ৭ হাজার ৪৯৬। এখন ফের ঊর্ধ্বমুখী সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ৮ রাজ্যে ১১ জনের মৃত্যুর ঘটনা সামনে এসেছে। এরই মধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্যে জানা যাচ্ছে, করোনা রোগীদের অনেকেরই নমুনা পরীক্ষা করে ওমিক্রন উপরূপের সন্ধান পাওয়া গিয়েছে। যার দৌলতে ২০২১ সালে করোনার ভয়াবহ দ্বিতীয় ঢেউ উঠেছিল দেশে।
তবে এরই মধ্যে স্বস্তি জোগাচ্ছে সুস্থতার হার। বেশিরভাগ মানুষই করোনার বিভিন্ন স্ট্রেনকে হারিয়ে সুস্থ হয়ে উঠছেন। সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৪ শতাংশ। পাশাপাশি অনেকটাই কম হাসপাতালে ভর্তির হারও। তবে সতর্কতা অবলম্বন করে নতুনভাবে মাস্ক বাধ্যতামূলক করেছে পুদুচেরি, কেরল ও হরিয়ানা সরকার। মহারাষ্ট্রেও মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। যেভাবে করোনা নতুন করে মাথাচাড়া দিয়েছে, তাহলে কি দেশজুড়ে ফের আবশ্যিক হবে মাস্কের ব্যবহার? যদিও কেন্দ্রের তরফে এখনও এমন কোনও ইঙ্গিত দেওয়া হয়নি।
দেশে সবচেয়ে বেশি করোনা সংক্রমিত রাজ্য কেরল। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৮১ জন করোনা আক্রান্ত হয়েছে কেরলে। এর পরেই রয়েছে দিল্লি। সেখানে সংখ্যা ৯৮০। এক দিনে ৯১৯ জন করোনা আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে।