করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে মরিয়া রাজ্য সরকার। তাই রাজ্যে জুড়ে চলছে কড়া বিধিনিষেধ। ফলে অনেকটাই সুস্থতার পথে হাঁটছে রাজ্য।তবে অন্যান্য দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় সামান্য বেড়েছে আক্রান্তেরর সংখ্যা। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১,৯২৩ জন।যার মধ্যে উত্তর ২৪ পরগনা থেকে আক্রান্ত হয়েছেন ১,৯২৩ জন। ফলে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের নিরিখে জেলার মধ্যে প্রথম স্থানে উঠে এসেছে উত্তর ২৪ পরগনা।
আরও পড়ুন চতুর্থ স্তম্ভ: কেন্দ্রীয় সরকার, আর নেই দরকার
দ্বিতীয় স্থানে রয়েছে হুগলি। যেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ১৮৯ জন।এবং তৃতীয় স্থানে রয়েছে কলকাতা । যেখানে নতুন করে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৫ জন।চতুর্থ স্থানে রয়েছে দার্জিলিং। যেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৫ জন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও করোনার গ্রাফ কিছুটা নিম্নমুখী । এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৮৯ হাজার ২৮৬। ২৪ ঘণ্টায় করোনায় মারা গিয়েছেন রাজ্যের ৪১ জন। যা আগের দিনের তুলনায় কিছুটা কম।
আরও পড়ুন পাকিস্তান বিস্ফোরণকাণ্ডে দিনভর তল্লাশি
এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা ১৭ হাজার ৫১৬।গত ২৪ ঘণ্টায় করোনায় সুস্থ হয়েছেন ১,৯৫২ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৪লক্ষ ৪৯হাজার ৪২৬। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭. ৩৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা সামান্য বাড়লেও রাজ্যে ক্রমশই বাড়ছে সুস্থতার হার। ফলে রাজ্য সরকারের কড়া পদক্ষেপেই যে আশার আলো দেখছে রাজ্যবাসী তা বলাই বাহুল্য।
আরও পড়ুন অসন্তুষ্ট রোনাল্ডোদের কোচ