কাটোয়া: দেড় লক্ষ টাকায় সন্তান বিক্রির অভিযোগ এক দম্পতির বিরুদ্ধে। পুলিশের জিজ্ঞাসাবাদেই জানা গেল ওই তথ্য। পুলিশ সূত্রের খবর, দেড় লক্ষ টাকার বিনিময়ে ছয় মাসের পুত্রসন্তানকে বিক্রি করে দেন বুনি বাউরি এবং অচিন্ত্য সরকার। ইতিমধ্যেই ঘটনায় ওই দম্পতি সহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হয়।
স্থানীয় সূত্রের খবর, পশ্চিম বর্ধমানের উখরার বাসিন্দা বুনি বাউরি ও অচিন্ত্য সরকারের দুই ছেলে। অচিন্ত্যের আদি বাড়ি পূর্ব বর্ধমানের কাটোয়ার পলসোনা গ্রামে। অচিন্ত্য পেশায় মিষ্টির কারিগর। বেশ কয়েক বছর আগে কর্মসূত্রে তিনি উখড়ায় যান। বুনির সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার পর তাঁকে বিয়ে করেন অচিন্ত্য। এরপর থেকেই অচিন্ত্য উখড়াতেই বসবাস করতে শুরু করেন।
আরও পড়ুন: ইডির নোটিস নিয়ে মুখ খুললেন নুসরত জাহান
পুলিশ জানায়, অচিন্ত্য অতিরিক্ত মদ্যপান করতেন এবং তেমন কোনও কাজকর্ম করতেন না। ফলে সংসারে নিত্যদিনের অভাব-অনটন লেগেই থাকত। বুনি এলাকায় লোকের বাড়িতে পরিচারিকার কাজ করতেন। মাস ছয়েক আগে তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। এছাড়াও তাঁদের চার বছর বয়সী একটি ছেলেও রয়েছে। দিন কয়েক আগে শিশুটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। প্রতিবেশী নিঃসন্তান চম্পা দেবী ওই শিশুপুত্রকে সুস্থ করে তোলেন।
বুনি পুলিশকে জানিয়েছেন, স্বামী মদের দোকানের ধার মেটাতে তাঁকে নানা ভাবে টাকা দেওয়ার জন্য চাপ দিতেন। অবশেষে ছেলেকে অচিন্ত্য দেড় লক্ষ টাকার বিনিময়ে চম্পার কাছে বিক্রি করে দেন।
দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হত। গত সোমবার ছেলেকে বিক্রি করার দিনও স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল কথা কাটাকাটি হয়। তখনই স্থানীয়রা ছেলে বিক্রির কথা জানতে পেরে পুলিশকে খবর দেন। রাতে পুলিশ অচিন্ত্যদের গ্রেফতার করে। তাঁদের ব্যাগ থেকে ৮৯ হাজার টাকা উদ্ধার হয়। পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে দম্পতি স্বীকার করে, অভাবের তাড়নায় তাঁরা শিশুপুত্রকে বিক্রি করে দিয়েছে। দম্পতির কাছ থেকেই পুলিশ খোঁজ পায় চম্পা দেবী ও শুভাষ পণ্ডিতের। রাতেই উওখড়া থেকে চম্পা এবং তাঁর স্বামীকে গ্রেফতার করা হয়।