রায়পুর: দুর্নীতি না করলে কংগ্রেসের দমবন্ধ হয়ে আসে। আর সব দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার গ্যারান্টি হল মোদি। শুক্রবার ভোটমুখী ছত্তিশগড়ে এসে সেখানকার কংগ্রেস সরকারকে এই ভাষাতেই তুলোধনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ছত্তিশগড়ের উন্নয়নের দরজায় একটা বিরাট ‘পাঞ্জা’ (কংগ্রেসের প্রতীক হাত চিহ্ন) দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে। এটাই কংগ্রেসের হাত। যা আপনাদের অধিকার ছিনিয়ে নিচ্ছে। কংগ্রেসের কাছে ছত্তিশগড় হল একটা এটিএম। সবকিছুতে দাদন, বালি-জমি মাফিয়ারা মাথাচাড়া দিচ্ছে রোজ।
উল্লেখ্য, এর আগে ৭৬০০ কোটি টাকার ৮টি প্রকল্পের শিলান্যাস করেন মোদি। কংগ্রেসের বৃহত্তম আদর্শই হচ্ছে দুর্নীতি একথা বলে মোদির কটাক্ষ, দুর্নীতি যদি কংগ্রেসের গ্যারান্টি হয়। সমস্ত কেলেঙ্কারির বিরুদ্ধে মোদির গ্যারান্টি রয়েছে। দুর্নীতিগ্রস্ত কংগ্রেস সরকার অপশাসনের একটা নিদর্শন। বিধানসভা ভোটে এই সরকারকে উৎখাত করার জন্য মানুষ উঠেপড়ে লেগেছে। প্রসঙ্গত, এ বছরের শেষ নাগাদ ছত্তিশগড়ে বিধানসভা ভোট রয়েছে। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এটাই প্রথম ছত্তিশগড় সফর। ২০১৯ সালে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম রাজ্যে এলেন মোদি।
আরও পড়ুন: Rahul Gandhi | রাহুল কি লোকসভা ভোটে দাঁড়াতে পারবেন, ঢুকতে পারবেন সংসদে?
তিনি বলেন, ২০১৮ সালে কংগ্রেস যা প্রতিশ্রুতি দিয়েছিল তা রক্ষা করেনি। ওরা মদ নিষিদ্ধ করার কথা বলেছিল। কিন্তু, বাস্তব হচ্ছে কোটি কোটি টাকার মদ কেলেঙ্কারি হয়েছে রাজ্যে। যার সমস্ত টাকা গিয়েছে কংগ্রেসের ঘরে। প্রধানমন্ত্রীর গঙ্গাজল কি কসম নামে মিথ্যা শপথের প্রতিক্রিয়ায় ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এদিন বলেন, চাষিদের যে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, সেগুলো কোথায়! তিনি বলেন, ছত্তিশগড়ের প্রতিটি বাচ্চা জানে কৃষকদের দেওয়া একটি প্রতিশ্রুতিও বিজেপি রক্ষা করেনি। কিন্তু, আমরা তা পালন করেছি।
রায়পুর সায়েন্স কলেজের মাঠে মোদি আরও বলেন, কংগ্রেস যে কোনও খেলা খেলতে পারে। কিন্তু, মোদিকে কেউ রুখতে পারবে না। গান্ধী পরিবারের কারও নাম না করেই তিনি বলেন, কারণ মোদি গরিবের সন্তান। মোদি গরিবের দুঃখ বোঝে।