বিধিনিষেধ পর্বে রাজ্যে করোনা সংক্রমণের হার প্রায় আট গুণ কমেছে৷ সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন তিনি বলেন, কোভিড এখন অনেকটাই কমেছে৷ ভোটের সময় করোনা সংক্রমণ ৩২ শতাংশে পৌঁছে গিয়েছিল৷ বর্তমানে তা কমে ৪ শতাংশে দাঁড়িয়েছে৷ উত্তর ২৪ পরগনা জেলায় একটু বেশি সংক্রমণ রয়েছে। তবে তা নিয়ন্ত্রণে চলে আসবে।
করোনা সংক্রমণের হার অনেকটা কমলেও তৃতীয় ঢেউ মোকাবিলায় সব রকম প্রস্তুতি সেরে রাখতে চাইছে সরকার৷ এ দিকে, তৃতীয় ঢেউয়ে শিশুদের সংক্রমণের সম্ভাবনা বেশি বলে বিশেষজ্ঞরা করেছেন৷ যা নিয়ে উদ্বিগ্নের সুর শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর গলায়৷ যা নিয়ে তিনি সর্তকবার্তা দিলেন৷ এ দিন তিনি বলেন, তৃতীয় ঢেউয়ে বাচ্চাদের ওপর প্রভাব ফেলতে পারে৷ তাই বাচ্চাদের যত্ন নিতে হবে। ইতিমধ্যেই হাসপাতালগুলিতে বাচ্চাদের জন্য আলাদা ব্যবস্থা করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী আরও বলেন, বাচ্চাদের যত্ন নেয় পরিবারের লোকজন। মায়েদের শরীরের যত্ন বেশি নিতে হবে।
অন্যদিকে, উত্তর প্রদেশ-সহ ভিন রাজ্য থেকে ভেসে আসা মৃতদেহ সৎকার করা হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানান। তিনি বলেন, ‘মালদায় বহু লাশ উদ্ধার করা হয়েছে। যত্ন সহকারে ভেসে আসা মৃত দেহগুলোকে সৎকার করা হয়েছে।’