নয়াদিল্লি: যদি সব বিরোধী দল একজোট হয়, তাহলে ১০০টা মোদি-শাহ (Modi-Shah) এলেও বিজেপি (BJP) জিততে পারবে না। ২০২৪ সালে কংগ্রেস (Congress) নেতৃত্বাধীন জোটই (Opposition Coalition) কেন্দ্রে সরকার গড়বে বলে ভোটের ডঙ্কা বাজালেন দলের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। এই প্রথম তাঁর নেতৃত্বে তিনটি বিধানসভা ভোটপর্ব চলছে। ত্রিপুরা (Tripura), মেঘালয় (Meghalaya) ও নাগাল্যান্ডেই (Nagaland) দলের কর্ণধার হিসেবে খাড়্গের অগ্নিপরীক্ষা হবে।
যদিও রাজনৈতিক মহলে তাঁর এই দাবি নিয়ে ইতিমধ্যেই জল্পনার জলঘোলা শুরু হয়ে গিয়েছে। কারণ, মল্লিকার্জুনের দাবি শেষপর্যন্ত কতটা ফল দেবে তাই নিয়েই সংশয় উঠে যাচ্ছে। কারণ, কংগ্রেসের নেতৃত্বে বিরোধী জোটের প্রস্তাবে কেসিআর (KCR), অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (AAP) ও মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের (TMC) অবস্থান কী হবে, তা কমবেশি সকলেরই জানা। সুতরাং, খাড়্গের বুক ঠুকে কংগ্রেস নেতৃত্বাধীন জোটের সরকার (Alliance Government) গঠনের দাবি আদৌ ধোপে টিকবে না বলেই সন্দেহের অবকাশ নেই বলেই রাজনীতি বিশেষজ্ঞদের।
আরও পড়ুন: Mamata Banerjee Live: মেঘালয়ে উন্নয়ন করবে একমাত্র তৃণমূলই, বললেন মমতা
নাগাল্যান্ডে প্রথম ভোট প্রচারে গিয়ে খাড়্গে বলেন, আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে এটাই বোঝাতে চাইছি। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার বলেন, আমাকে কেউ ছুঁতে পারবে না। এটা গণতন্ত্রে বিশ্বাস করে, এমন কারও কথা হতে পারে! এটা কি স্বৈরতন্ত্র চলছে? মনে রাখবেন আপনি একনায়ক নন। আপনি জনগণের দ্বারা নির্বাচিত এবং জনগণই আপনাকে একদিন শিক্ষা দেবে।
তাঁর দাবি, ২০২৪ সালে জোট সরকারই কেন্দ্রে ক্ষমতায় আসবে। কংগ্রেস তার নেতৃত্ব দেবে। আমরা অন্য সব দলের সঙ্গে কথা বলছি। জোট সফল না হলে গণতন্ত্র থাকবে না। সংবিধান থাকবে না। বিজেপিকে উদ্দেশ করে খাড়্গের মুখে সেই পুরনো কাসুন্দি শোনা গেল। তিনি বলেন, কংগ্রেসের লোক স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে। আপনারা নন। বিজেপির কোনও নেতা স্বাধীনতার জন্য ফাঁসিতে ঝুলেছেন, জেলে গিয়েছেন? উলটে স্বাধীনতা এনেছিলেন যিনি সেই মহাত্মা গান্ধীকে হত্যা করেছে ওরা। একে দেশপ্রেম বলে, প্রশ্ন তোলেন খাড়্গে।
প্রসঙ্গত, হিমাচল প্রদেশ বিধানসভায় জেতার পর থেকে এবং রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভারত জোড়ো যাত্রার সাফল্যে নিজের কৃতিত্বেই মুগ্ধ হয়ে রয়েছে কংগ্রেস। আগামী ২ মার্চ তিন রাজ্যের ফল প্রকাশের পর এই বেলুনের আকৃতি শেষপর্যন্ত কী হয়, তা সময়ই বলবে। এর মধ্যেই ২০২৪ সালে কেন্দ্রে দলের নেতৃত্বে সরকার গঠনের স্বপ্ন ফেরি শুরু করেছে কংগ্রেস। এর আগে রাহুল গান্ধীও বলেছিলেন, কংগ্রেসকে বাদ দিয়ে সরকার গঠন সম্ভব নয়। কংগ্রেসই সরকার গঠনে প্রধান ভূমিকা নেবে। এবার সেই কথারই পুনরাবৃত্তি করলেন মল্লিকার্জুন।