কলকাতা: রেওয়াজের পরিবর্তন হল না। কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে প্রতিবারই কোনও না কোনও গণ্ডগোলের ঘটনা সামনে আসে। এবারও তার ব্যত্যয় হল না। কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে (Kaustav Bagchi) হেনস্তা করার অভিযোগ উঠল দলেরই অন্য একটি অংশের বিরুদ্ধে। সোমবার ছাত্র পরিষদের (Chhatra Parishad) প্রতিষ্ঠা দিবসের (Foundation Day) অনুষ্ঠানে কৌস্তভ মহাজাতি সদনে (Mahajati Sadan) ঢুকতেই ধুন্ধুমার পরিস্থিতি হয় সেখানে। কৌস্তভের অনুগামীদের সঙ্গে অন্য গোষ্ঠীর হাতাহাতি শুরু হয়ে যায়। জানা গিয়েছে, সোমবার ছাত্র পরিষদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি কৌস্তভকে। অভিযোগ, গেটেই তাঁকে প্রথমে আটকে দেওয়া হয়। তিনি গেটের সামনেই চিৎকার করতে থাকেন। আমি কি দলের বাইরে? আমি কি কংগ্রেসের বাইরে? আমি কংগ্রেসের স্বার্থে লড়ছি। আমি কি দলের বাইরে? এখানে আমাদের ছেলেদের গায়ে হাত তোলা হয়েছে। দিনের পর দিন এই অপমান চলতে পারে না। আমি দলের বাইরে নয়। দল থেকে আমাকে তাড়ানোর জন্য এটা করা হচ্ছে। আমি এখানে থেকে তৃণমূল বিরোধী আওয়াজ তুলি বলে আমার সঙ্গে দুর্ব্যবহার করা হয়।
কৌস্তভ বাগচীর আরও দাবি, দলের মধ্যে তৃণমূলের দালাল আছে। যারা দলে থেকে দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। এ জিনিস তিনি চলতে দেবেন না। আমার উপর আক্রমণের পরিকল্পনা ছিল। তা না পেরে আমাদের ছেলেদের উপর হামলা করেছে। আমি দলের নেতৃত্বের কাছে বিচার চাইব। এই বিষয়ে প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, প্রতিবারই চিৎকার হয়। এবারও হয়েছে। প্রতিবারই থামিয়ে দিই, এবারও দিয়েছি। সবাই সংগঠনের জয়ধ্বনি করতে করতে ফিরে গিয়েছে। অধীর চৌধুরী বলেন, আমি প্রদেশ সভাপতি। আমি কী জানি এগুলোর। ছাত্র পরিষদের অনুষ্ঠানে এসেছি। কে কোথাকার এসব জানা নেই আমার।
আরও পড়ুন: লোকসভা ভোটের আগে অভিষেক গ্রেফতার! আশঙ্কা মমতার
এদিন মহাজাতি সদনে কৌস্তভকে দেখা যায় প্রকাশ্যেই বচসায় জড়িয়ে পড়ছেন তিনি। তাঁকে উত্তেজিত হতে দেখা যায়। পরে কংগ্রেসের অন্য কর্মীরা এসে তাঁকে শান্ত করেন।